ISL: করোনার জেরে ঘোর অনিশ্চিত মহাডার্বি ম্যাচ

চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে ইতিমধ্যেই ৬ টি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ISL টুর্নামেন্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান সর্বভারতীয় ফুটবল…

football

short-samachar

চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র বাড়বাড়ন্তের জেরে ইতিমধ্যেই ৬ টি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ISL টুর্নামেন্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।

   

এমন আবহে চলতি অষ্টম ISL’র দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ক্রীড়াসূচি অনুসারে হওয়ার কথা ২৯ জানুয়ারি শনিবার যা ম্যাচ নম্বর ৭৫ এসসি ইস্টবেঙ্গল বনাম ATK মোহনবাগানের মধ্যে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কেননা কোভিডের ওমিক্রন প্রজাতির ভাইরাসের বাড়বাড়ন্ত ISL টুর্নামেন্টের ভেন্যু গোয়া সহ সারা দেশজুড়ে।

ম্যাচ নম্বর ৫৩ যা ছিল ৮ জানুয়ারি ATK মোহনবাগান বনাম ওডিশা এফসি, ম্যাচ নম্বর ৬১ যা ছিল ১৫ জানুয়ারি শনিবার ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরুএফসি,ম্যাচ ৬২ যা ছিল ১৬ জানুয়ারি রবিবার কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মুম্বই সিটি এফসি, ম্যাচ ৬৩ যা ছিল ১৭ জানুয়ারি সোমবার ওডিশা এফসি বনাম জামশেদপুর এফসি,ম্যাচ ৬৬ ATK মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি,ম্যাচ নম্বর ৬৭ যা ছিল ২১ জানুয়ারি শুক্রবার জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি- এই ৬ ম্যাচ আপাতত চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) অষ্টম সংস্করণে স্থগিত হয়েছে।

অন্যদিকে,ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ৬৪ তম ম্যাচ(১৮ জানুয়ারি, মঙ্গলবার) ওডিশা এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে হয়েছে অনেক বিতর্কের মাঝে।নিয়ম অনুযায়ী ম্যাচের ২৪ ঘন্টা আগে দুই প্রতিপক্ষ দলই সাংবাদিকদের মুখোমুখি হয় প্রশ্নোত্তর পর্বে। কিন্তু নর্থইস্ট ইউনাইটেড নিজেদের “প্রি ম্যাচ কনফারেন্স করবে না” এমন সিদ্ধায় নেয়। এই ইস্যুতে ভারতীয় ফুটবল মহলে বিতর্ক দেখা দেয়।ফতোর্দরা পিজিএন(PJN) স্টেডিয়ামে এই ম্যাচের ভেন্যু ছিল।

দলের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ওডিশা এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য সোমবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছিল নর্থইস্ট ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট।

শেষ পর্যন্ত সমস্ত বিতর্ককে ঠেঙ্গা দেখিয়ে ISL টুর্নামেন্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ম্যাচ নম্বর ৬৪ পূর্ব নির্ধারিত ভেন্যুতেই ম্যাচ করে এবং ম্যাচের ফলাফল নর্থইস্ট ইউনাইটেড ০-২ গোলে হেরে যায় ওডিশা এফসি’র কাছে।

আবার, ইন্ডিয়ান সুপার লীগ (ISL) প্রেস বিবৃতিতে জানিয়েছে, ATK মোহনবাগান এবং Odisha FC’র মধ্যে ম্যাচ নম্বর ৫৩, রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, PJN স্টেডিয়াম, ফতোর্দাতে পুনঃনির্ধারিত করা হয়েছে৷ এই খেলা কিক-অফ হবে রাত ৯.৩০ মিনিটে। ম্যাচটি মূলত ৮ জানুয়ারী, ২০২২ শনিবারের জন্য নির্ধারিত ছিল।

ইতিমধ্যেই FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করেছে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।

ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ করেছেন,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লীগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে”।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোভিড-১৯ ভাইরাসের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। অতি সম্প্রতি গোয়ায় কোভিড-১৯ সংক্রমণের পজিটিভ (ইতিবাচকতা) কেসের হার হল 45.7%, 45.8% এবং 41.25%৷ পরীক্ষিত প্রতি দ্বিতীয় ব্যক্তি ইতিবাচক, এবং এগুলি কেবলমাত্র RT-PCR পরীক্ষা। বেশিরভাগই র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করছেন এবং নিজেদের বাড়িতেই নিভৃতবাসে বিচ্ছিন্ন করছেন। অসমর্থিত সূত্রের দাবি, এমনকি গোয়াতে, জৈব-সুরক্ষা বলয় বায়ো বাবোলের ভিতরে থাকাও নিরাপদ নয়।

সব মিলিয়ে আসন্ন হাইভোল্টেজ মহাডার্বি ম্যাচে আদৌ ফতোর্দার, PJN স্টেডিয়ামে বল গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।