আইলিগের এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

ISL Transfer News: কিছুদিন আগেই শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের ফাইনালে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপার…

Three Clubs Show Interest in Martand Raina

ISL Transfer News: কিছুদিন আগেই শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের ফাইনালে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। তবে শুধুমাত্র টুর্নামেন্টের লিগ কাপ নয়। এই জয়ের ধারা বজায় রেখেই টানা দ্বিতীয়বারের মতো শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান। আসন্ন কলিঙ্গ সুপার কাপে সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। যেদিকে নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সেইমতো বহু আগে থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করে মরসুম শেষ করাই এখন প্রধান লক্ষ্য সকলের।

Advertisements

Also Read | এডগার মেন্ডেজের বিকল্প খুঁজছে বেঙ্গালুরু, কে আসবেন?

   

তবে এই টুর্নামেন্টে নজর দেওয়ার পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক দল। কলকাতা ময়দানের তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া সকলে। এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের।

Also Read | বেঙ্গালুরুর সুপার কাপ স্কোয়াডে জায়গা পেলেন কে কারা? জানুন বিস্তারিত

Advertisements

তাঁর মধ্যেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মার্তন্ড রায়নাল। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত আইলিগের ফুটবল ক্লাব রাজস্থান ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন বছর চব্বিশের এই ডিফেন্ডার। শুধুমাত্র দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রেই নয়। ইতিমধ্যেই দলের হয়ে করে ফেলেছেন প্রায় চারটি গোল। এই সমস্ত কিছু খতিয়ে দেখেই তাঁকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব।

সেক্ষেত্রে নাকি দক্ষিণের ফুটবল দলের পাশাপাশি কলকাতা ময়দানের এক প্রধানের ও নজর রয়েছে রাজস্থানের এই ফুটবলারের দিকে। শেষ পর্যন্ত কাদের দলে যোগদান করেন এই সেন্টার ব্যাক এখন সেদিকেই নজর থাকবে সকলের।