এই গ্রীষ্মেই শেষ হচ্ছে চুক্তি। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) কয়েকজন বিদশিকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম দলবদলের বাজার (Transfer Market)।
এটিকে মোহন বাগানের একাধিক বিদেশি ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহিউদের নিয়ে আলোচনা ফুটবল প্রেমীদের মধ্যে। ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলের নামকরা বহু বিদেশি তারকার চুক্তির মেয়াদও ফুরানোর পথে।
আরও পড়ুন: ISL : এই গ্রীষ্মেই শেষ হচ্ছে চুক্তি, রয়েছেন বাগানের তিন বিদেশি
চলতি গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জর্দান মারের। জামশেদপুর এফসির অন্যতম নির্ভরযোগ্য এই ফুটবলার নজর কেড়েছিলেন টুর্নামেন্টে। শিল্ড জয়ের এক কারিগর তিনি। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ৩.৫৪ কোটি টাকা।
ভারতীয় ফুটবল মহলে দিয়েগো মরিসিও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এ বছর ইন্ডিয়ান সুপার লিগ খেতাব জিততে না পারলেও তাঁকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ সবসময়ই ছিল বেশি। এএফসি অভিযানেও নিজের জাত চিনিয়েছেন। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ৩.৫৪ কোটি টাকা।
এবারের দলবদলের বাজারে আলভারো ভাস্কুয়েজের নাম বহুল চর্চিত। লিগের একাধিক দল এই স্প্যানিশ ফরোয়ার্ডকে পেতে আগ্রহী বলে জানা গিয়েছিল। অন্যান্য দেশের ক্লাবের পক্ষ থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ৩.৩৩ কোটি টাকা।
অ্যালেক্স লিমার খেলাও অনেকের মনে ধরেছে। শোনা যাচ্ছিল যে জামশেদপুর এফসির এই বিদেশিকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ৩.৩৩ কোটি টাকা।
এডু বেদিয়া ভারতীয় ফুটবল সার্কিটে এখন পরিচিত নাম। কলকাতার ক্লাবে খেলে আগেই ফুটবল প্রেমীদের নজরে পড়েছিলেন। ফুটবল ক্লাব গোয়ার হয়েও কিছু স্কিলের ঝলক দেখিয়েছেন। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২.৯১ কোটি টাকা।
নর্থ ইস্ট ইউনাইটেডের ফরোয়ার্ড দেশহর্ন ব্রাউন। তাঁকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে চাইছে এমন গুজব শোনা গিয়েছিল। যদিও বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২.৫০ কোটি টাকা।