ISL : দলবদলের বাজারে হৈচৈ ফেলে দিলেন কলকাতার বাঙালি ফুটবলার

Mohammedan Sporting Club

চুপিসারে হয়ে গিয়েছে চুক্তি (ISL)। কলকাতার পার্কসার্কাসের ফুটবলারের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে ফৈজল আলির। ফুটবল মহলে গুঞ্জন এমনটাই।

Advertisements

আগে জানা গিয়েছিল, ফৈজল আলিকে দলে নেওয়ার জন্য গত মরসুমেও চেষ্টা চালিয়েছিল বেঙ্গালুরুর ফুটবল ক্লাব। কলকাতার এই উঠতি ফুটবলার শেষ পর্যন্ত নিজ রাজ্যেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তিনি তাঁর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে মনে করা হচ্ছে।

   

কলকাতার পার্কসার্কাস থেকে উঠে এসেছেন ভারতীয় ফুটবল সার্কিটে। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন এখন। বাইশ বছর বয়সী এই তরুণ এই বাঙালির উত্থান কাহিনী অনেকের কাছে হতে পরে অনুপ্রেরণা, উদাহরণ। তাঁকে দলে নিতে আগ্রহী বেঙ্গালুরু এফসি।

Advertisements

চলতি মরশুমে মহামেডানের হয়ে খেলেছেন চোখে পড়ার মতো ফুটবল। গোল করেছেন সাদা কালো জার্সিতে। ফৈজলের প্রতিভাকে কাজে লাগাতে চাইছে বেঙ্গালুরুর দলটি।