ISL: বেঙ্গালুরু উড়ে গেল টিম ইস্টবেঙ্গল

বৃ্হস্পতিবার বিকেলে বেঙ্গালুরুর উদ্দ্যেশে উড়ে গেল টিম ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয় কৃষ্ণদের বিরুদ্ধে আগামী শুক্রবার ক্রান্তিরাভা স্টেডিয়াম। Advertisements এদিন, ইস্টবেঙ্গল…

Team East Bengal

বৃ্হস্পতিবার বিকেলে বেঙ্গালুরুর উদ্দ্যেশে উড়ে গেল টিম ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয় কৃষ্ণদের বিরুদ্ধে আগামী শুক্রবার ক্রান্তিরাভা স্টেডিয়াম।

Advertisements

এদিন, ইস্টবেঙ্গল এফসি সোশাল মিডিয়াতে টিম ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে।ওই পোস্টের ক্যাপসনে লেখা,”বেঙ্গালুরু যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে ফ্রেশ 📸 ✈️
#JoyEastBengal #BFCEBFC #HeroISL #আমাগোমশাল”

বিজ্ঞাপন

Team East Bengal

প্রসঙ্গত,চলতি টুর্নামেন্টে লাল হলুদ ব্রিগেড টানা চার ম্যাচ হেরে খাঁদের কিনারায়। ২০২২-২৩ ISL সেশনের একমাত্র জয় এসেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। কিন্তু এরপর থেকেই মশালের তেজ নিভু নিভু।টিম ইস্টবেঙ্গল হেরেছে মহাডার্বি ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে।ভক্তদের মধ্যে উঠেছে গেল গেল রব,লাল হলুদ খেলোয়াড়দের ‘মস্তানি’ না দেখতে পেয়ে হতাশা গ্রাস করেছে, কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল বোধ ঘিরে দানা পাকিয়েছে প্রশ্নচিহ্ন।

সমস্ত প্রশ্নের মুখে দাঁড়িয়ে কনস্টাটাইন অবশ্য বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে বলতে শোনা গিয়েছে,”আমি বিশ্বাস করি যে আমাদের যোগ্যতা আছে।আমি বিশ্বাস করি আমরা আবার দুর্দান্ত হতে পারব।”এককথায়, টিম উইনিং ট্র‍্যাকে ফিরে আসবে এবং চার ম্যাচে হারের ব্যর্থতা সরিয়ে টিম ঘুরে দাঁড়াবে এমনটা বিশ্বাস করেন স্টিফেন কনস্টাটাইন।