ISL: মোহন-ইস্ট প্রক্তনীতে মুগ্ধ পিএসজিতে খেলা ফুটবলার

মোহনবাগান , ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারে মুগ্ধ প্যারিস সেন্ট জার্মেইনে খেলা ফুটবলার। প্রাক্তন ফুটবলারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারকা স্ট্রাইকার (ISL)। ক্যাপশনে একের পর এক প্রশংসা…

ISL: মোহন-ইস্ট প্রক্তনীতে মুগ্ধ পিএসজিতে খেলা ফুটবলার

মোহনবাগান , ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারে মুগ্ধ প্যারিস সেন্ট জার্মেইনে খেলা ফুটবলার। প্রাক্তন ফুটবলারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারকা স্ট্রাইকার (ISL)। ক্যাপশনে একের পর এক প্রশংসা সূচক বাক্য।

এক সময় ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন আইএসএল -এ। এখন হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির দলের গুরু দায়িত্ব সামলাচ্ছেন ইসফাক আহমেদ। তাঁর তত্বাবধানে খেলতে পেরে মুগ্ধ বর্তলোমিও ওগোবেচে। ইসফাকের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার ক্যাপশনে লেখা – 

“Besides being a great person, @ishuberk remains one of the most passionate & dedicated coaches I had the chance of working with. And I always want to see you triumph except when it’s against me. Hence, it’s obviously no news that I prayed for your downfall when your team @keralablasters came up against mine. Best of luck going forward. I’ll forever have nothing but love for you my brother।”

Advertisements

অর্থাৎ, ‘যে ক’জন কোচের সঙ্গে কাজ করেছে ইসফাক আহমেদ তাঁদের মধ্যে অন্যতম। ওঁর মতো এত প্যাসোনট, ডেডিকেটেড মানুষ খুব কম পেয়েছি… তোমার জন্য সব সময় আমার ভালোবাসা রইল আমার ভাই।’

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল এবং হাইপ্রোফাইল ফুটবলার বর্তলোমিও ওগোবেচে। খেলেছেন পিএসজির মতো ক্লাবে। ইতিমধ্যে সতেরো গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। দল রয়েছে লিগ ক্রম তালিকার মগডালে।