পারসিক কেদিরির অনুশীলনে যোগ দিলেন আইএসএল খেলা এই তারকা

আগের মরসুমটা খুব একটা ভালো থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) হয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে…

Mumbai City FC Jon Toral

আগের মরসুমটা খুব একটা ভালো থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) হয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় ছিল না বেশি দিন। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যেটা ব্যাপক নিরাশ করেছিল সকলকে। পরবর্তীতে সেই ধাক্কা কাটিয়ে অনায়াসেই দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছিল মুম্বাই। যারফলে টুর্নামেন্টের ষষ্ঠ স্থান নিশ্চিত করতে খুব একটা সমস্যা হয়নি।

Advertisements

তারপর নক আউট ম্যাচে ভালো ফলাফল করার পরিকল্পনা থাকলেও সম্ভব হয়নি। ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল মুম্বাই। বড় ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দেশের বানিজ্য নগরীর এই দল। তারপর সেবার কলিঙ্গ সুপার কাপে ও বজায় ছিল সেই হতাশাজনক পারফরম্যান্স। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। পুরনো সেই ধাক্কা ভুলে এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল লালিয়ানজুয়ালা ছাংতেদের। সেইমতো যথেষ্ট ছন্দে ধরা দিয়েছিল দল। যদিও শেষ পর্যন্ত রক্ষা হয়নি।
সেমিফাইনালে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে।‌

   

তাছাড়াও গত বছর পর্যন্ত দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজন ঘিরে অনিশ্চয়তা ছিল ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে লগ্নিকারী সংস্থা সিটি গ্ৰুপের চলে যাওয়া নিঃসন্দেহে ব্যাপক ক্ষতির মুখে ফেলে দিয়েছে মুম্বাই শিবিরকে। স্বাভাবিকভাবেই এই ধাক্কা কাটাতে নিজেদের দলের একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করে দেওয়ার পরিকল্পনা নেয় মুম্বাই শিবির। সেইমতো গত কয়েকদিন আগেই দল ছেড়েছেন তারকা ডিফেন্ডার তিরি‌ সহ অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরাল। গত কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর দল ছাড়ার কথা জানিয়ে দেয় ম্যানেজমেন্ট।

অবশেষে তিনি ও যোগ দিলেন ইন্দোনেশিয়ার ফুটবল দল পারসিক কেদিরিতে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই লোন চুক্তির মধ্য দিয়ে এই দলে যোগ দিয়েছেন উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। মুম্বাইয়ের পর এবার এখানে নিজেকে মেলে ধরতে চাইবেন তিনি।

Advertisements