
ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ফের বিরতি। এই ফাঁকে চলতি টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ পাচ্ছে। ইন্ডিয়ান সুপার লীগের অফিসিয়াল ওয়েব সাইটে সম্প্রতি তুলে ধরা হয়েছে কয়েকজন ফুটবলারের কথা, যারা এই প্রথম দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট খেলছেন।
ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণে অভিষেক হওয়া সেরা কয়েকজন ভারতীয় ফুটবলারের মধ্যে রয়েছেন- সচিন সুরেশ (কেরালা ব্লাস্টার্স), জয় গুপ্তা (এফসি গোয়া), ফাল্গুনী সিং (নর্থ ইস্ট ইউনাইটেড), বিকাশ ইউমনাম (চেন্নাইন এফসি), সানান মহম্মদকে (জামশেদপুর এফসি)। এছাড়াও অভিষেক হওয়ার পর মাঠে নেমে নজর কেড়েছেন- আশির আখতার, ম্যালরয় অ্যাসিসি, দীনেশ সিং, হর্ষ পাত্রে।
সম্প্রতি অতীতেও জাতীয় স্তরে একের পর এই ফুটবলার তুলে ধরেছে কলকাতা দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সময়ের সঙ্গে চলতে গিয়ে দুই ক্লাবের ধরণ বদলেছে। এবারের ইন্ডিয়ান সুপার লীগে একেবারে নতুন কোনো খেলোয়াড়কে তুলে ধরতে পারেনি কলকাতার দুই ক্লাব। ফুটবল ভবিষ্যতের কথা মাথায় রাখলে বিষয়টা মোটেও দারুণ কিছু নয়। আধুনিক ফুটবলে যে কোনো বড় দলের নিজস্ব অ্যাকাডেমি থাকে কিংবা ইয়ুথ সিস্টেম থাকে। সময় বুঝে সিনিয়র দলে জায়গা দেওয়া হয় জুনিয়রদের।
মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের রিজার্ভ দল রয়েছে। ঘরোয়া ফুটবলে তরুণ ছেলেদের খেলিয়েছে দুই ক্লাব। কিন্তু দেশের সর্বোচ্চ লীগে আগামী দিনের সম্ভাব্য তারকাদের খেলিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেনি ম্যানেজমেন্ট। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য তারকা ভরা সেরা একাদশ বেছে নিতে বেশি আগ্রহী দুই দলের হেড কোচ।










