ISL: পাঞ্জাব প্লে যাওয়ার ব্যাপারে ফেভারিট, মনে করছেন লোবেরা

সময় যত এগিয়েছে পাঞ্জাব এফসির খেলা তত বেশি জমাটি হয়েছে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুর দিকে হিমশিম খাচ্ছিল পাঞ্জাব এফসি। এখন তারাই রয়েছে প্লে…

Sergio Lobera

সময় যত এগিয়েছে পাঞ্জাব এফসির খেলা তত বেশি জমাটি হয়েছে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুর দিকে হিমশিম খাচ্ছিল পাঞ্জাব এফসি। এখন তারাই রয়েছে প্লে অফে যাওয়ার দৌড়ে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সমীহ করছেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা।আজ সন্ধ্যায় রয়েছে ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি ম্যাচ।

Advertisements

কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ হওয়ার সুবাদে হোম অ্যাডাভান্টেজ পাবে ওড়িশা এফসি। কিন্তু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছেন না অভিজ্ঞ কোচ সের্জিও লোবেরা। ম্যাচে আগে তিনি বলেছেন, “পাঞ্জাব এফসি খুব ভাল দল। প্রথম মরসুমে আইএসএলে মানিয়ে নেওয়া সহজ নয়। শুরুতে ওদের কিছু সমস্যা ছিল, কিন্তু এখন পাঞ্জাব এফসি খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে।”

   

পাঞ্জাব এফসি ইন্ডিয়ান সুপার লিগে তাদের শেষ দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে এবং একটি ম্যাচে ড্র করেছে। মরসুমের শুরুর দিকে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছিল পাঞ্জাব এফসি। জানুয়ারির ট্র্যান্সফার উইন্ডোর পর কিছুটা মোমেন্টাম পেয়েছে দল। সেই মোমেন্টাম ধরে রাখতে চাইবে পাঞ্জাব। কলিঙ্গ স্টেডিয়াম থেকে পুরো পয়েন্ট অর্জন করতে পারলে প্লে অফের দৌড়ে আরও আত্মবিশ্বাস পাবে এবারের আইএসএল-এর নবাগত দল ।

প্রতিপক্ষ দলকে সমীহ করলেও নিজেদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না সের্জিও লোবেরা। নিজেদের সহজাত খেলা বজায় রেখে পাঞ্জাব এফসিকে ধরাশায়ী করার পরিকল্পনা নিয়েছেন ওড়িশা এফসির কোচ।

“প্লে অফে ওঠার অন্যতম ফেভারিট পাঞ্জাব এফসি। ম্যাচটা কঠিন হবে… আমরা আমাদের স্টাইলে খেলা চালিয়ে যাবো। আমাদের একটি দল হিসাবে কাজ করা দরকার। কারণ, একটি ইউনিট হিসাবে আমাদের পারফরম্যান্স বেশ ভাল। আমাদের নজর রাখতে হবে নিজেদের দিকে। প্রতিটি ম্যাচই আলাদা, পরিস্থিতিই আলাদা। প্রতিটি দল বাকি সব ম্যাচ ফাইনাল হিসেবে খেলছে।”