ISL: প্রবীরের লড়াইয়েও বাগানে ফুটল না ফুল

ISL: অন্যতম সেরা পারফরম্যান্স প্রবীর দাসের (Prabir Das)। বিপক্ষের রক্ষণভাগকে ফালাফালা করেও দলকে (ATK Mohun Bagan vs Hyderabad FC) সেমিফাইনাল থেকে ফাইনালে তুলতে পারলেন না তিনি। মুহুর্মুহু আক্রমণ করেও শেষ হাসি ফুটল না সবুজ মেরুন শিবিরে।

Advertisements

বুধবারের ম্যাচ যেভাবে শুরু হয়েছিল তাতে এটিকে মোহন বাগান একাধিক গোল পেলেও পেতে পারত। অন্তত দুটো গোল করার মতো জায়গায় একাধিকবার পৌঁছে গিয়েছিলেন বাগান ফুটবলাররা। প্রবীরকে প্রথম একাদশে নামিয়ে চমক দিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো। হুগো বুমৌসকে নামিয়ে দিয়েছিলেন প্রথম একাদশে। 

   

এটিকে মোহন বাগান বনাম হায়দরাবাদ এফসির দ্বিতীয় লেগের সেমিফাইনালে ধারাভাষ্যকাররা বারংবার দুটি শব্দ উচ্চারণ করলেন ‘ ব্যাড লাক ‘। ভাগ্য খারাপ। 

প্রবীর দাসের প্রান্ত ধরে বারংবার আক্রমণে উঠে এসেছিল এটিকে মোহনবাগান। তিনি বল বাড়িয়েছেন নিখুঁতভাবে। সবই ঠিক ছিল। শুধু বলটাই প্রবেশ করছিল না প্রতিপক্ষের তেকাঠিতে। প্রবীরের ক্রস দ্রুত বেগে চলে গেল হায়দরাবাদ এফসির গোলের সামনে থেকে। পা ছোঁয়াতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড়। নয়তো কাট্টিমণির সেভ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements