ISL: ফাইনালে যাবে কোন দল? নজরে ইস্টবেঙ্গল বাতিল চিমা

ফাইনালে (ISL) যাওয়ার আশা এখনও রয়েছে। জামশেদপুর নিজ ছন্দে খেলতে পারলে সেমিফাইনালের ডেডলক ভাঙা সম্ভব বলে মনে করছেন ফুটবল প্রেমীদের একাংশ। নজরে রয়েছেন ড্যানিয়েল চিমা চুকুউ। 

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখানো হয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জামশেদপুর এফসির গোল মিস করার দৃশ্য। চিমাকেও দেখানো হয়েছে ভিডিওতে। গোলের খুব কাছে পৌঁছেও কাজের কাজ করতে পারেননি তিনি। জোরালো শট নিলেও তা পরীক্ষার মুখে ফেলতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষককে। 

   

এক সাক্ষাৎকারে চিমা বলেছেন, ‘ পরাজিত ম্যাচের ভাবনা আমাদের ঝেড়ে ফেলতে হবে। একটা দল হিসেবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সমর্থকদের কথা ভেবে আমাদের ফোকাস করতে হবে।’ 

‘ গত ম্যাচে গোল হাতছাড়া করার পর আমি আরও ক্ষুধার্ত। আগামী ম্যাচে আক্রমণ শানানোর দিকে আরও মন দেবো আমি। বিশ্বের যে কোনো স্ট্রাইকারের মতো আমিও চাই গোল করতে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন