ISL Semifinal: হুয়ানের আশঙ্কা বাণীই সত্যি হল

ISL Semifinal
গোল করে দলকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা।

আশঙ্কাই সত্যি হল। সেমিফাইনালের (ISL Semifinal) মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও পূর্ণ শক্তির দল নামাতে পারলেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)। চোটের কারণে একাধিক ফুটবলার রইলেন প্রথম একাদশের বাইরে। 

চোট সমস্যায় বাগানের অন্যতম ফুটবলার হুগো বুমৌস। দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম একাদশে খেলানোর ঝুঁকি নিলেন না হুয়ান। রিভার্স বেঞ্চে রাখলেন হুগোকে। বাগানের দশ নম্বর জার্সিধারী প্রসঙ্গে ফেরান্দো বলেছিলেন, “এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে হুগো। সে জন্য আমি খুশি।”

   

এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, “এই মরশুমটা প্রত্যেকের কাছেই খুব কঠিন ছিল। কোভিড, চোট-আঘাতে অনেকেই দলের বাইরে ছিল।” 

“সুসাইয়ের চোট এখনও সেরে ওঠেনি। অভিলাষও তাই। তবে আমরা ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই।”

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনাল চলছে সেয়ানে সেয়ানে। প্রথম অর্ধের শেষের স্কোরলাইন ১-১। ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা। বিরতিতে যাওয়ার ঠিক আগে হায়দরাবাদকে সমতায় ফিরিয়েছেন ওগবেচে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন