ডার্বির আগেই প্রকাশ ফিরতি ডার্বির দিনক্ষণ, ইস্ট-মোহন ছাড়াও মিনি ডার্বি কবে দেখে নিন

বাংলার ফুটবল বলতেই সবার প্রথমে উঠে আসে প্রধান দুই ক্লাবের নাম ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগন (Mohun Bagan SG)। ফুটবলের ময়দানে এই দুই ক্লাবের…

kolkata-derby-between-mohun-bagan-sg-and-east-bengal-fc

বাংলার ফুটবল বলতেই সবার প্রথমে উঠে আসে প্রধান দুই ক্লাবের নাম ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগন (Mohun Bagan SG)। ফুটবলের ময়দানে এই দুই ক্লাবের মহারণ (Kolkata Derby) দেখার জন্য মুখিয়ে থাকেনা হাজার হাজার ফুটবল প্রেমীরা। এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে তেতে ওঠেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা। এই দিনেই তো বাঙালি ভাগ হয়ে যায় দুই ভাগে। কারণ ‘বড় ম্যাচ’।

ক্রিকেটার হয়েও মেসি এবং রোনাল্ডোর রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি

ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে শনিবার তথা ১৯ অক্টোবর ‘বড় ম্যাচ’। মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও এই ডার্বির আয়োজক লাল-হলুদ শিবির। এই ম্যাচ শুরুর তিন দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে দ্বিতীয় ডার্বির দিন। নতুন বছরের শুরুতেই ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ফের মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ডার্বির আয়োজন করবে বাগান শিবির।

আইএসএলের এই মরশুমে থেকে অভিযান শুরু করেছে কলকাতা ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোটিং ক্লাব। স্বভাবতই কলকাতা ময়দানের বড় ডার্বি ছাড়াও অনুষ্ঠিত হচ্ছে আরও দুটি ডার্বি ম্যাচ। এদিন মিনি কলকাতা ডার্বির ফিরতি পর্বের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি রয়েছে মহমেডান বনাম মোহনবাগানের ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি রয়েছে আরেক কলকাতা মিনি ডার্বি মুখোমুখি হবে মহমেডান এবং ইস্টবেঙ্গল। এই দুটি মিনি ডার্বি ম্যাচের আয়োজকের ভূমিকায় রয়েছে মহামেডান স্পোটিং ক্লাব। যদিও তাঁদের হোম গ্রাউন্ড কিশোর ভারতী স্টেডিয়াম। কিন্তু এই ম্যাচ গুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Advertisements

অস্কারকে নিয়ে এবার ‘অকপট’ প্রাক্তন বাগান তারকা

মরশুম শুরু আগেই ঘোষিত হয়েছিল আইএসএলের প্রথম পর্বের সূচি। সেখানে ডিসেম্বর পর্যন্ত লিগের ম্যাচগুলোর দিনক্ষণ প্রকাশ করা হয়েছিল। সেখানে প্রতিটি দলের ১২টি করে ম্যাচের সুচি ছিল। বুধবার আইএসএলের দ্বিতীয় পর্বের অর্থাৎ শেষ পর্যায়ের সূচি প্রকাশ্যে এল। শনিবার ডার্বির ম্যাচে এই সূচি প্রকাশ হতেই সামাজিকমাধ্যেম সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে।