ISL : এসসি ইস্টবেঙ্গলের টুইট পোস্ট ঘিরে কৌতুহল চরমে

টানা ৫ ডার্বি ম্যাচের লজ্জার রেশ এখনও কাটিয়ে উঠতে পারে নি এসসি ইস্টবেঙ্গল।ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে লাল হলুদ জার্সিতে। হেডকোচ…

টানা ৫ ডার্বি ম্যাচের লজ্জার রেশ এখনও কাটিয়ে উঠতে পারে নি এসসি ইস্টবেঙ্গল।ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে লাল হলুদ জার্সিতে। হেডকোচ মারিও রিভেরার কাছে এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ ডার্বি ম্যাচে ১-৩ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে হারের ক্ষতে প্রলেপ লাগিয়ে টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনা।যাতে অন্তত পক্ষে টাইটেলশিপে একটা সম্মানজনক পজিশন পৌছে চলতি ২০২১-২২ ISL সেশনের অভিযান শেষ করা যায়।

Advertisements

এই লক্ষ্যেই সোমবার এসসি ইস্টবেঙ্গল টুইট পোস্টে জানিয়েছে, লোনে আই-লিগ বিজয়ী ডিফেন্ডার নওচা সিং’কে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে নেওয়া হল।লাল হলুদ ব্রিগেডের ওই টুইট পোস্ট হল,”২০২১-২২ হিরো ইন্ডিয়ান সুপার লিগ মরসুম শেষ না হওয়া পর্যন্ত মুম্বই সিটি এফসি থেকে লোনে আই-লিগ বিজয়ী ডিফেন্ডার নওচা সিং’র আগমন ঘোষণা করতে পেরে আমরা খুশি।”

   

নিজের প্রাথমিক প্রতিক্রিয়াতে নওচা সিং বলেন,”আমি SC ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করছি। এটি এমন একটি মর্যাদাপূর্ণ ক্লাব এবং একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমি এই মরসুমে দলকে সাহায্য করার চেষ্টা করব এবং আমার বেল্টের নীচে গুরুত্বপূর্ণ মিনিটগুলিও পাব।”

প্রসঙ্গত, গত শনিবারের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে কিয়ান নাসিরির হ্যাটট্রিকের জোরে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। লাল হলুদ কান্নার আবেগ চলেছে বয়ে সমর্থকদের মধ্যে। রয় কৃষ্ণকে প্রথম একাদশে না রেখে ২১ বছরের কিয়ান নাসিরির ওপর বাজি রেখেছিলেন ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দো। সাইড বেঞ্চে বসে ফিজিয়ান স্ট্রাইকার ‘হ্যাটট্রিক বয়ে’র উত্থান দেখেছেন খেলার আগাগোড়া।

অতিরিক্ত ৬ মিনিট জুড়ে তাণ্ডব নৃত্য কিয়ান নাসিরির ব্যাক টু ব্যাক দু’গোল৯৩ ও ৯৪ মিনিটে, ৬৪ মিনিটে নাসিরির প্রথম গোল টিমের হয়ে।তাও কখন টিম যখন এক গোলে পিছিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের থেকে।

ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড, পিছিয়ে পড়ে মেরিনার্স ক্যাম্প। ৬১ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠা নামা জামসিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির। বাকিটা অক্ষয় ইতিহাস।রেফারির শেষ বাশি বাজতেই ‘বাজিগর’ হুয়ান ফেরান্দো।

লাল হলুদ জনতার কাছে The real Magician” হয়ে ওঠা হেডকোচ মারিও রিভেরার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে২-১ গোলে,সেশনের বহু কাঙ্ক্ষিত প্রথম জয়ে রাতারাতি নায়ক বনে যাওয়া নাওরেম মহেশ সিং’র। লাস্ট বয় থেকে ১০ নম্বরে ISL পয়েন্ট টেবিলে। ব্যস ওইই পর্যন্ত। পরের ম্যাচে নিজামর্সদের বিরুদ্ধে, যা ডার্বি ম্যাচের আগের ম্যাচ ছিল এসসি ইস্টবেঙ্গলের কাছে ০-৪ গোলে হার।

ফের লাস্ট বয়ের “টিটকিরি” খাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন সমর্থকদের কাছ থেকে। গোলশূন্যতে মেরিনার্সরাও ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচ শেষ করেছিল বড়ো ম্যাচের আগে। কিন্তু হাইভোল্টেজ ডার্বি রঙ টানা ৫ টিতেই সবুজ মেরুন সবশেষে।এমন কন্ডিশনে এসসি ইস্টবেঙ্গল টিম ICU’তে ভর্তি হওয়া রোগী। রোগ সারিয়ে লাল হলুদ ব্রিগেডকে ২ ফেব্রুয়ারি চেন্নাইন এফসি’র বিরুদ্ধে আদৌ উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনতে পারবেন স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরা! কানাঘুষো অলিগলি রাজপথে!