এসসি ইস্টবেঙ্গলের হেডকোচ মারিও রিভেরার আশঙ্কাকে সত্যি করে বার্থোলোমিউ ওগবেচের ২১,৪৪,৭৪ মিনিটে তিনটে গোল এবং ৪৫ মিনিটে অঙ্কিতের গোল এসসি ইস্টবেঙ্গল ০-৪ গোলে হেরে গেল হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে।
সোমবার ইন্ডিয়ান সুপার লীগে(ISL) হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড়ের গোটা ৯০ মিনিট জুড়ে কিংবদন্তি ফুটবল নক্ষত্র সুভাষ ভৌমিকের স্মরণে শ্রদ্ধায় শরীরে কালো আর্ম ব্র্যান্ড পড়ে ‘নিজামর্স’দের বিরুদ্ধে খেলে ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে।
কিংবদন্তি ফুটবল নক্ষত্র সুভাষ ভৌমিকের স্মরণে শ্রদ্ধায় শরীরে কালো আর্ম ব্র্যান্ড পড়ে ‘নিজামর্স’দের বিরুদ্ধে ম্যাচ নামবে লাল হলুদ ফুটবলারেরা এই সংক্রান্ত একটি টুইট পোস্ট ইতিমধ্যেই করা হয়েছে। ওই টুইট পোস্টে সুভাষ ভৌমিকের ছবি আপলোড করে ক্যাপসনে লেখা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের তরফে,”আমরা কালো বাহুবন্ধনী পরব এবং সুভাষ ভৌমিকের স্মরণে #SCEBHFC এর আগে এক মিনিটের নীরবতা পালন করব। আমরা জানি আপনি ভালো জায়গায় আছেন, স্যার! শান্তিতে বিশ্রাম নিন 🙏🏻💐” নিজামর্সদের বিরুদ্ধে কিক অফের আগে এক মিনিটের নীরবতা পালনের কথাও এসসি ইস্টবেঙ্গলের টুইট পোস্টে বলা হয়েছে।
এফসি গোয়ার বিরুদ্ধে সেশনের প্রথম জয় পেয়ে ISLপয়েন্ট টেবিলে লাস্ট বয় থেকে এক ধাপ ওপরে উঠে এসেছিল ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল ৯ পয়েন্ট নিয়ে। কিন্তু নিজামর্সদের বিরুদ্ধে হেরে গিয়ে ১৩ ম্যাচ খেলে আবার লাস্ট বয়ের তকমা জুটে গেল এসসি ইস্টবেঙ্গল জার্সিতে।
নিজামর্সদের বিরুদ্ধে খেলার স্টাইল নিয়ে লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছিলেন, “আমরা দখল ভিত্তিক ফুটবল খেলার চেষ্টা করব। মরসুমের মাঝামাঝি সময়ে এটি করা সহজ, কিন্তু আমরা প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছি। সেই ধরনের ফুটবল খেলার ব্যাপারে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী হচ্ছে।”
সঙ্গে বার্থোলোমিউ ওগবেচে এবং হায়দরাবাদ এফসি দল নিয়ে মারিও রিভেরা রবিবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, “হায়দরাবাদ এফসি লীগের সেরা দলগুলির মধ্যে একটি। আক্রমণ ও রক্ষণে তাদের দারুণ ভারসাম্য রয়েছে। তারা খুব ভাল কোচ দ্বারা পরিচালিত হয় যিনি দ্রুত, আক্রমণাত্মক ভিত্তিক ফুটবল খেলেন এবং দলে বার্থলোমিউ ওগবেচের আকারে লিগে সর্বোচ্চ গোলদাতাও রয়েছে।”
আর এই আশঙ্কাই সত্যি হল সোমবারের ম্যাচে ওগবেচের হ্যাটট্রিক লাল হলুদ বিগ্রেডের বিরুদ্ধে এবং মানোলো মার্কেজের হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে অগ্নি পরীক্ষাতে বসে ডাহা ফেল লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা।