ISL: আশা যোগাচ্ছেন কলকাতা বাতিল দুই গোলকিপার

Amrinder Singh-Dheeraj Singh

ISL News: ফুটবল শুধু গোল করার খেলা নিয়ে, গোল আটকানোরও। অধিকাংশ সময়ে স্ট্রাইকার বা ফরোয়ার্ডরা প্রচারের আলোকে থাকলেও নিঃশব্দে নিজেদের কাজ করে যান দলের গোলরক্ষকরা। ফুটবল প্রেমীরাও চোখে রাখেন প্রিয় গোলকিপারদের।

Advertisements

এটিকে মোহন বাগানের হয়ে মরসুমটা হয়তো ভুলতে চাইবেন অমরিন্দর সিং। অনেক টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে বাগান। কিন্তু প্রত্যাশা মতো খেলতে পারেননি তিনি। ট্রান্সফার উইন্ডোতে পাঞ্জাব তনয়কে নিয়ে চলেছিল নানান জল্পনা। শেষ পর্যন্ত রিলিজ করে দেয় এটিকে মোহন বাগান। এখন রয়েছেন ওড়িশা ফুটবল ক্লাবে। একটা মরসুম ভালো না গেলেও ফুটবল বোদ্ধাদের একাংশ এখনই অমরিন্দরের প্রতি আস্থা হারাতে চাইছেন না। শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগে তাঁর দিকে নজর রাখবেন অনেকেই।

   

যুবা বয়স থেকে নজর কেড়েছেন গোলকিপার ধীরাজ সিং। মণিপুরের ২২ বছর বয়সী এই গোলরক্ষক এখন গোয়ার ফুটবলার। আগামী দিনের সম্ভাব্য তারকার দিকে যে ফুটবল উৎসাহীরা যে নজর রাখবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements

অমরিন্দরের মতো ধীরাজও কলকাতায় আগে খেলেছেন। প্রথমে এটিকে ও পরে ছিলেন এটিকে মোহন বাগানে। কিন্তু সুযোগ সেই অর্থে পাননি বলা চলে। বেশিরভাগ সময় কাটিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে। ২০২১ থেকে গোয়ার হয়ে যদিও খেলেছেন প্রায় পঁচিশটি ম্যাচ।