‘ISL’ খতম, ‘AFC’ তে উচ্ছ্বাস সমর্থকদের

বুধবার ৫ মার্চ ইস্টবেঙ্গল (East Bengal FC) আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) মুখোমুখি হচ্ছে। তার আগে যুবভারতী স্টেডিয়ামে টিকিটের চাহিদা…

বুধবার ৫ মার্চ ইস্টবেঙ্গল (East Bengal FC) আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) মুখোমুখি হচ্ছে। তার আগে যুবভারতী স্টেডিয়ামে টিকিটের চাহিদা তুঙ্গে। এর আগে ইস্টবেঙ্গল সমর্থকদের এক দল যা ইস্টবেঙ্গল আল্ট্রাস (East Bengal Ultras) নামে পরিচিত, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় সকল সমর্থকদের মাঠে আসার আহবান জানিয়েছেন।

ড্রেস কোড হিসেবে সবাইকে ইস্টবেঙ্গল জার্সি বা আল্ট্রাস টি-শার্ট পরিধান করতে বলা হয়েছে। পাশাপাশি আসন্ন ম্যাচের জন্য বিশেষভাবে তৈরি এশিয়া স্পেশাল স্কার্ফ বা অন্য স্কার্ফ নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

   

ইস্টবেঙ্গল আল্ট্রাসের সদস্যরা দলের সমর্থনে একত্রিত হতে প্রস্তুত, এবং গ্যালারীতে তাদের উপস্থিতি একটি বিশেষ মাত্রা যোগ করবে।

আল্ট্রাসের তরফ থেকে প্রচুর একটিভিটি থাকবে যা গ্যালারীতে উপস্থিত সবার মধ্যে উজ্জীবিত আবহ সৃষ্টি করবে। স্ট্যান্ড এন্ড সিং, ৯০ মিনিটস—এটা হবে ইস্টবেঙ্গল সমর্থকদের মূল স্লোগান। পুরো স্টেডিয়াম ভরে যাবে একে অপরকে উৎসাহিত করার সুরে এবং আল্ট্রাসের জন্য থাকবে বিশাল পরিকল্পনা। সেজন্য বিশেষ টিফো থাকছে।

গ্যালারীতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লাল হলুদ মশাল তুলে ধরতে হবে এশিয়ার সামনে। তারা তাদের এই লক্ষ্য পূরণের জন্য আল্ট্রাস ফান্ডে ডোনেশন করতে আহ্বান জানানো হয়েছে। ।