অনবদ্য পারফরম্যান্সের মধ্যে দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (North East United’s)। প্রথমেই তাঁরা জিতেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। প্রথমবার খেতাব জয় করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। তারপর সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করে পেদ্রো বেনালির ছেলেরা। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু মাঝেই ধাক্কা খেতে হয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।
তারপর এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দলকে। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। এই পারফরম্যান্সের দরুন ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে আসতে হয়েছে আইএসএলের এই ক্লাবকে। আগামী ১৭ই অক্টোবর নিজেদের ঘরের মাঠে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির সাথে লড়াই করতে হবে নর্থইস্ট ইউনাইটেডকে। হাতে এখনও পর্যন্ত বেশ কয়েকদিন সময় থাকলেও অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলের ফুটবলাররা।
NÉSTOR × BEMAMMER ⚫⚪🔴
🎥 : @NEUtdFC #NEUFC #ISL pic.twitter.com/TcMEOjNZpx
— Highlanderz Hub (@HighlanderzHub) October 13, 2024
এই সিজনে শুধুমাত্র ডুরান্ড কাপ জিতেই খুশি থাকতে নারাজ জন আব্রাহামের এই ফুটবল ক্লাব। বাকিদের টেক্কা দিয়ে আইএসএল জয় করাই লক্ষ্য বেনালির ছেলেদের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন সকলে। রবিবার বিকেলে সোশ্যাল সাইট থেকে সামনে আসে তেমন একটি ভিডিও। যেখানে লং বল পাস খেলতে দেখা যায় নেস্টর আলবিয়াচ রজার এবং মহম্মদ আলি বেমামারকে। তাঁদের এই অনুশীলন সহজেই নজর কেড়েছে সমর্থকদের।
গতবছর অনবদ্য পারফরম্যান্স করেও টপ সিক্সে সুযোগ করতে পারেনি পেদ্রো বেনালির ছেলেরা। এবার পুরনো সমস্ত কিছু ভুলে চূড়ান্ত সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাবের।