নর্থইস্ট ম্যাচ থেকেই মাঠে নামবেন ম্যাকলারেন? প্রবল‌ সম্ভাবনা

    নতুন মরসুমের কথা মাথায় রেখে এবার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছর জেসন কামিন্সের পাশাপাশি আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের…

Jamie Maclaren

short-samachar

   

নতুন মরসুমের কথা মাথায় রেখে এবার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছর জেসন কামিন্সের পাশাপাশি আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের দলে টেনেছিল ময়দানের এই প্রধান। সময়ের সাথে সাথে কামিন্স নিজেকে মানিয়ে নিতে সক্ষম হলেও একেবারেই অফ কালার থেকেছেন সাদিকু।‌ যারফলে এবার তাঁকে বিদায় জানায় ম্যানেজমেন্ট। পরিবর্তে দলের সঙ্গে যুক্ত করা হয় ম্যাকলারেনকে। শেষ কয়েক মরসুমে অস্ট্রেলিয়ান লিগেই খেলেছেন এই তারকা। যার মধ্যে অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন মেলবোর্ন সিটিতে।

সেখানে টানা পাঁচবার সোনার বুট জয় করেছিলেন এই অজি গোলমেশিন। এমনকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ও নির্বাচিত হয়েছিলেন এই তারকা ফুটবলার। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টানে সবুজ-মেরুন। সেইমতো গত জুলাই মাসের শেষের দিকেই শহরে এসে গিয়েছেন জেমি। পরবর্তীতে বাগান অনুশীলনে যোগদান ও করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই চোটের কবলে জেরবার হতে হয়েছে এই অজি বিশ্বকাপারকে। তাই শহরে উপস্থিত থেকে ও খেলতে পারেননি ডুরান্ড কাপ। তবে সময়ের সাথে সাথে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জেমি ম্যাকলারেন।

তবে ম্যাচফিট না থাকায় এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে তাঁকে স্কোয়াডে রাখেননি জোসে মোলিনা‌। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের প্রথম ম্যাচে ও তাঁকে পায়নি দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। পাশাপাশি ডুরান্ড কাপ ফাইনাল হারার পর এখনও অব্দি জয়ের সরনীতে ফেরেনি মোহনবাগান। সেই নিয়ে ক্ষোভ ও উগড়ে দিতে শুরু করেছেন বাগান সমর্থকরা। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৩শে সেপ্টেম্বর আইএসএলের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে জেমি ম্যাকলারেনকে।

যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। তবে মাঠে নামার প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা বলেন, ” গত কয়েক সপ্তাহ ধরেই আমি মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়েছি। বলতে গেলে এখন আমি মাঠে নামার জন্য প্রস্তুত। বর্তমানে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি।” যারফলে অনেকেই মনে করছেন ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই হয়ত সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে‌।‌