ISL: বৃহস্পতিবার চেন্নাইয়িন’কে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে মরিয়া এটিকে মোহনবাগান

এইমুহুর্তে ১৮ ম‍্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে আইএসএলের (ISL) লীগ তালিকায় তিন নম্বর স্থানে আছে এটিকে মোহনবাগান।অঙ্ক বলছে আজ (বৃহস্পতিবার) চেন্নাইয়িন’কে হারাতে পারলে আরও…

Mohun Bagan vs Chennai

এইমুহুর্তে ১৮ ম‍্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে আইএসএলের (ISL) লীগ তালিকায় তিন নম্বর স্থানে আছে এটিকে মোহনবাগান।অঙ্ক বলছে আজ (বৃহস্পতিবার) চেন্নাইয়িন’কে হারাতে পারলে আরও একবারের মতো আইএসএলের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে সবুজ মেরুন ব্রিগেড।পাশাপাশি কমিয়ে ফেলতে লিগের শীর্ষ স্থানে থাকা দল জামশেদপুরের সাথে পয়েন্টের ব‍্যাবধান।

Advertisements

বর্তমানে আইএসএলে টানা ১৪ ম‍্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান,টুর্নামেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় দীর্ঘতম।বৃহস্পতিবার চেন্নাইয়ের দলকে হারাতে পারলে জামশেদ পুর’কে স্পর্শ করবে সবুজ মেরূন ব্রিগেড।

   

ISL: বৃহস্পতিবার চেন্নাইয়িন'কে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে মরিয়া এটিকে মোহনবাগান

লিগ পর্বের অন্তিম পর্বে জামশেদপুরের মুখোমুখি হবে সবুজ মেরুন শিবির।অবশ্য তার আগে ওড়িশার মুখোমুখি হবে জামশেদপুর, সেই ম‍্যাচে যদি কোনও ভাবে হেরে যায় জামশেদপুর,তাহলে তাদের সাথে এটিকে মোহনবাগানের লড়াই এক অন‍্যমাত্রা ছোঁবে।

Advertisements

ম‍্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ ই সবুজ মেরূন কোচ ফেরান্দো বলেছেন, ” ক্রমশ সেরে উঠছে ওরা দুজন।এধরনের চোট লাগলে ৮-৯ দিন সময় লাগে সেরে উঠতে।দুই দিন বাদেই ফের আবার ম‍্যাচ আছে।এমন লিগে শেষের দুই একটা ম‍্যাচ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ,… ওরা সেরা উঠছে, তবে খানিকটা সময় লাগবে।”

শেষ ম‍্যাচে নব্বই মিনিট খেলেছিলেন সন্দেশ ঝিঙ্গান।ম‍্যাচের সেরা নির্বাচিত হন তিনি।তার সম্পর্কে প্রশংসা করে ফেরান্দো বলেছেন, “দলের প্রতিটি ফুটবলার’দের নিয়ে খুশি আমি।সন্দেশের পারফরম্যান্স তৃপ্ত করেছে আমাকে।‌তবে আমার মতে ও এর থেকে আরও অনেক ভালো খেলতে পারে।ও এখন ৬০ শতাংশ দিচ্ছে, এএফসি কাপ আসলে একশো শতাংশ দেওয়ার মতো পরিস্থিতি’তে চলে আসবে মনে হয়‌‌।”