ISL: মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হুয়ান ফেরান্দো

Juan Ferrando ATK Mohun Bagan lost 2-1 to Chennaiyin FC in ISL opener

আগামী রবিবার ATK মোহনবাগান খেলতে নামছে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সবুজ মেরুন শিবির তিন ম্যাচে দুটো গেমে জিতেছে আর এক ম্যাচ হেরেছে।

চলতি লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড। আত্মবিশ্বাসী হলেও ডার্বি ম্যাচ জয় নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ফেরান্দোর কথায়, “আমরা যদি একটি দলের মতো কাজ করি, আমার মতে, আমরা ম্যাচ জিতব।”

   

প্রতিপক্ষ দলের শক্তি সামর্থ্য নিয়ে ফেরান্দো যথেষ্ট অঙ্ক কষে বলেছেন, “মুম্বই সিটি এফসির প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে কারণ তাদের অনেক অনেক ভালো খেলোয়াড় আছে, অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে…”

মাঝমাঠে জনি কাউকো ও হুগো বাউমাস, আপফ্রন্টে দিমিত্রি পেট্রাটোস এবং ভারতীয় ফুটবলারেরা রয়েছে ফর্মে। ফলে মুম্বই শক্ত গাট হলেও মুম্বই ফুটবল এরিনাতে ATK মোহনবাগান প্রতিপক্ষ টিমকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন