ভারতীয় ফুটবলে ফের প্রত্যাবর্তন হতে পারে অ্যান্তনিও লোপেজ হাবাসের। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পরের মরশুমে হাইপ্রোফাইল এই কোচকে ফের দেখা যেতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে সম্প্রতি।
Advertisements
এটিকে মোহন বাগান সহ লিগের হাতে গোনা কয়েকটি দলে কোচ নিশ্চিত হয়েছে। অধিকাংশ দলে নতুন কোচ নিয়োগ করা হবে। এই পরিস্থিতিতে উঠে এসেছে হাবাসের নাম।
Advertisements
এটিকে এবং এটিকে মোহন বাগানের প্রাক্তন এই কোচ ছাড়াও ভারতীয় ফুটবল মহলে সম্প্রতি একাধিক কোচের নাম ঘুরপাক খাচ্ছে। এলকো সাতরি, অ্যালবার্ট রোকা প্রমূখ দুই নাম। এর মধ্যে এলকো ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাবে ইন্টারভিউ দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর ফুটবল দর্শন সেই ক্লাব কর্তাদের বেশ ভালো লেগেছিল বলেই খবর। অন্য দিকে রোকা, হাবাস দুজনেই পোড়খাওয়া কোচ। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুরোটাই জল্পনার পর্যায়ে।