ISL : ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা ফুটবলারের সঙ্গে চূড়ান্ত হল চুক্তি

সম্পন্ন হল নতুন চুক্তি। আরও দুই বছর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলবেন ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা মার্কো লেকোভিক (Marko Leskovic)। কেরল ব্লাস্টার্সেই থাকছেন তিনি। 

এবারের ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স মেলে ধরেছিল কেরলের দলটি। মার্কো ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছিলেন তাঁর টিমের হয়ে। জানা গিয়েছে ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে কেরল ব্লাস্টার্সের। 

   

তিরিশ বছর বয়সী মার্কো লেকোভিক খেলেছেন ক্রোয়েশিয়ার বয়স ভিত্তিক জাতীয় দলে। অনূর্ধ্ব ১৮, ১৯, ২০, ২১ দলে খেলেছেন একাধিক ম্যাচ। সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন। চারটি ম্যাচ খেলেছিলেন ক্রোয়েশিয়ার সিনিয়র জাতীয় দলে। 

ক্লাব ফুটবল কেরিয়ারে খেলেছেন একাধিক নামী ক্লাবে। ডায়নামো জাগরেব, লোকোমোটিভ ক্লাবে খেলেছেন বহু ম্যাচ। ভারতে এসেছিলেন ২০২১ সালে। কেরলের দলটির হয়ে ইতিমধ্যে খেলেছেন একুশটি ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন