ISL: কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের জার্সি নম্বর তিন। সন্দীপ সিং (Sandeep Singh)। ভারতীয় ফুটবলে খুব একটা পরিচিত ছিলেন না একটা সময়। কলকাতার ফ্রাঞ্চাইজি দলেও (ATK) ছিলেন । কিন্তু সুযোগ পাননি কখনও।
২০১৮-১৯ মরশুমে এটিকে স্কোয়াডে ছিলেন সন্দীপ সিং। একটি ম্যাচেও সুযোগ পাননি তিনি। সেখান থেকে পরের মরশুমে যোগ দিয়েছিলেন ট্রাউ এফসিতে। এখানে এগারোটি ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। গোল করেছিলেন তিনটি। ২০২০তে সই করেছিলেন কেরালা ব্লাস্টার্সে । মঙ্গলবারের হাইভোল্টেজ সেমিফাইনালে পুরো ম্যাচে তিনি মাঠে ছিলেন।
![ISL](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/20220316_024622-scaled.jpg)
সন্দীপের বয়স এখন ২৭ । মণিপুরের ছেলে। মূলত রক্ষণভাগের ফুটবলার। ডিফেন্স লাইনের বিভিন্ন পজিশনে তিনি খেলতে পারেন। কেরালার কোচ তাঁকে ব্যবহার করেছেন লেফট ব্যাক হিসেবে। লুনা যে দিন থেকে আক্রমণ শানান, সেদিকের রক্ষণ দেখাভালের দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দীপকে। পুরো ম্যাচে মাঠে ছিলেন তিনি। নিরাশ করেননি কোচকে। ইভান ভুকানভিক-ও তাঁকে তুলে নেওয়ার কথা ভাবেননি। প্রতিভাকে চিনে নিয়ে কাজে লাগিয়েছেন সঠিকভাবে। পরিসংখ্যান অনুযায়ী, কেরালার এই দলের হয়ে ২৫ টি ম্যাচ খেলেছেন সন্দীপ সিং।