ISL: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ATK মোহনবাগানের ম্যাচ স্থগিত

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে ম্যাচ নম্বর ৬৬ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বৃহস্পতিবার, ২০…

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে ম্যাচ নম্বর ৬৬ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে৷ ISL টুইটার হ্যাণ্ডেলে এই ম্যাচ স্থগিতকরণ বিষয়টা প্রকাশ করা হয়েছে।

Advertisements

ISL টুইটার হ্যাণ্ডেলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে,লীগের মেডিকেল টিমের পরামর্শের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করে, কেরালা ব্লাস্টার্স এফসি দল মাঠে নামতে পারবে না এবং নিরাপদে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে এবং খেলতে অক্ষম।

Advertisements

ওই প্রেস বিবৃতিতে এও বলা হয়েছে, ATK মোহনবাগান এবং Odisha FC’র মধ্যে ম্যাচ নম্বর ৫৩, রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, PJN স্টেডিয়াম, ফতোর্দাতে পুনঃনির্ধারিত করা হয়েছে৷ এই খেলা কিক-অফ হবে রাত ৯.৩০ মিনিটে। ম্যাচটি মূলত 8 জানুয়ারী, 2022 শনিবারের জন্য নির্ধারিত ছিল।

অসমর্থিত সূত্রে খবর ছিল,কেরালা ব্লাস্টার্স এফসি শিবিরে এক বিদেশী ফুটবলার কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।