আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ATK মোহনবাগান ২০২২-২৩ সেশনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ প্রতিপক্ষ চেন্নাইয়েন এফসি। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে মেরিনার্সদের পরাজয় সঙ্গে হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবল নিয়ে প্রশ্নচিহ্ন খাঁড়া হয়েছে।
কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতীতে হারের পর থেকেই সবুজ মেরুন জনতা ‘হুয়ান ফেরান্দো হঠাও’ দাবিতে সরব হয়ে উঠেছে।আর এই দাবিতে নীরব সম্মতিও জানিয়েছে ATK মোহনবাগান ম্যানেজমেন্ট। যদিও এক্ষেত্রে ‘গো বাট স্লো ‘ নীতিতেই এগোচ্ছে ম্যানেজমেন্ট। নিজেদের ISL অভিযান আজ অর্থাৎ সোমবার শুরু করতে চলেছে প্রীতম কোটালরা। এরই সঙ্গে কিয়ান নাসিরিদের হেডস্যার হুয়ান ফেরান্দোর কাছেও চলতি সেশনের ISL টাইটেলশিপ ‘অ্যাসিড টেস্ট। ‘
কেন? ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো দেওয়াল লিখন স্পষ্ট পড়তে পেরেছেন। টিম ম্যানেজমেন্ট ডুরান্ড কাপ এবং কুয়ালালামপুর ম্যাচে ফেরান্দোর ফুটবল বোধ নিয়ে আদৌ সন্তুষ্ট নয় এবং সন্তুষ্ট না হওয়ার কারণে আড়ালে আবডালে নতুন কোচ খোঁজার প্রক্রিয়াতে নেমে পড়েছে তা বিলক্ষণ বুঝতে পেরেছেন ATK মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।
সরু সুতোয় ঝুলছে হুয়ান ফেরান্দোর কোচিং কেরিয়ার গঙ্গা পাড়ের ক্লাবে। চলতি ISL টুর্নামেন্টে প্রথম ৫ ম্যাচ শুভাশিস বোসদের কাছে গুরুত্বপূর্ণ, টুর্নামেন্টের ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য। অন্যদিকে, এই প্রথম ৫ ম্যাচে ATK মোহনবাগান টিমের পারফরম্যান্সে কোচ হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন বিপক্ষের বিরুদ্ধে কতটা ক্লিক করে ওইদিকেও নজর থাকবে সবুজ মেরুন জনতা থেকে টিম ম্যানেজমেন্টের। তাই এই প্রথম ৫ ম্যাচ কার্যত অ্যাসিড টেস্ট হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে, নিজের চাকরি বাচানোর তাগিদে৷