ISL: অস্ট্রেলিয়ার গোলমেশিনকে দলে রাখল হায়দ্রাবাদ এফসি

জোয়েল চিয়ানেস’কে (Joel Chianese) আরও এক মরশুমের জন্য দলে রেখে দিলো হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। ২০২২-২৩ মরশুমে গতবারের আইএসএল (ISL) চ‍্যাম্পিয়ান’দের হয়েই খেলবেন,এটা তার এই…

Joel Chianese

জোয়েল চিয়ানেস’কে (Joel Chianese) আরও এক মরশুমের জন্য দলে রেখে দিলো হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। ২০২২-২৩ মরশুমে গতবারের আইএসএল (ISL) চ‍্যাম্পিয়ান’দের হয়েই খেলবেন,এটা তার এই ক্লাবে তৃতীয় মরশুম।

Advertisements

২০২০-২১ মরশুমে হায়দ্রাবাদে যোগ দেন চিয়ানেস। এরপর মানোলো মারকুইয়েজের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি। গত মরশুমে’ও দলের আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

   

পুনরায় ক্লাবের সাথে চুক্তি নবীকরণ হওয়ায় দারুণ খুশি জোয়েল। তিনি বলেছেন, ” ফের আরেকবার হায়দ্রাবাদ পরিবারের সদস্য হতে পেরে দারুণ লাগছে। আমরা গতমরশুম সফলতা পেয়েছি, এবারও গতবারের সফলতা’কে ফেরানোর চেষ্টা চালাবো।”

এখনও অবধি নিজামসের হয়ে ৩১ টা ম‍্যাচ খেলেছেন জোয়েল ।৭ টি গোল করার পাশাপাশি ৪ টি গোল করিয়েছেন তিনি। তার দাপুটে পারফরম্যান্স হায়দ্রাবাদ’কে আইএসএল চ‍্যাম্পিয়ান হতে সাহায্য করেছিল।