ISL: সমস্যার মুখে আইএসএলের তিন হেভিওয়েট ক্লাব

আইএসএল ফাইনালের মধ্য দিয়ে কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এবারের ফুটবল মরশুম। আইএসএল (ISL) ট্রফি বাদ দিয়ে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই খেতাব এসেছে বাংলার ফুটবল ক্লাবগুলিতে।…

ISL 2024

আইএসএল ফাইনালের মধ্য দিয়ে কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এবারের ফুটবল মরশুম। আইএসএল (ISL) ট্রফি বাদ দিয়ে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই খেতাব এসেছে বাংলার ফুটবল ক্লাবগুলিতে। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস হোক কিংবা মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। ট্রফি ঘরে তুলেছে প্রত্যেকেই।

যারফলে, প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এএফসি চ্যাম্পিয়নস লিগে যেমন অংশ নেবে সবুজ-মেরুন ব্রিগেড, ঠিক তেমনভাবেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে মশাল ব্রিগেড।

   

এসবের মাঝেই আজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তরফ থেকে প্রকাশ করা হয় ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত তথ্য। যার মধ্যে রয়েছে ময়দানের তিন প্রধান। অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপারজায়ান্টস এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনের মধ্যে দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে তাদেরকে। এছাড়াও এই তালিকায় রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া, চেন্নাইন এফসি এবং জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। তারফলে, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে লাল-হলুদ থেকে সবুজ-মেরুন এবং মুম্বাই সিটি এফসির।

তবে এবার জোর ধাক্কা খেল ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম তিন ক্লাব। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে আইএসএল জয়ী হায়দরাবাদ এফসি সহ জামশেদপুর এবং ওডিশা এফসির মতো ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সমর্থকদের কাছে। উল্লেখ্য, গত সিজনে সুপার কাপ জিতলেও এবছর ফাইনালে উঠলে ও শেষ রক্ষা হয়নি। খেতাব জিতেছিল ইস্টবেঙ্গল।