আইএসএলের ভবিষ্যৎ ঠিক করতে আজ বৈঠকে ফেডারেশন ও ক্লাবগুলি

ভারতীয় ফুটবলে (Indian Football) ফের অনিশ্চয়তার কালো ছায়া। এক দশক পেরনোর পরও ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ভবিষ্যৎ বর্তমানে ঘোর অনিশ্চয়তার মুখে। বছরের পর বছর ধরে…

ISL future uncertain AIFF under Kalyan Chaubey meets Clubs today MRA deal and Indian Football

ভারতীয় ফুটবলে (Indian Football) ফের অনিশ্চয়তার কালো ছায়া। এক দশক পেরনোর পরও ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ভবিষ্যৎ বর্তমানে ঘোর অনিশ্চয়তার মুখে। বছরের পর বছর ধরে দেশের সর্বোচ্চ স্তরের এই পেশাদার ফুটবল লিগ জনপ্রিয়তার শিখরে পৌঁছলেও, ফেডারেশন (AIFF) ও আয়োজক সংস্থা এফএসডিএলের (FSDL) মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নবীকরণ না হওয়ায় এবার প্রশ্নের মুখে পড়েছে আসন্ন মরসুম। এই অচলাবস্থা কাটাতেই আজ ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।

২০১৪ সালে যাত্রা শুরু করা আইএসএল ধীরে ধীরে ভারতের প্রথম বিভাগের একমাত্র স্বীকৃত লিগ হয়ে ওঠে। গোটা দেশের বিভিন্ন শহরের ফ্র্যাঞ্চাইজিগুলির অংশগ্রহণে লিগের আকর্ষণ বেড়েছে বহুগুণ। গত কয়েক বছরে এই লিগের প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও তুঙ্গে ওঠে যখন ঐতিহ্যবাহী তিন ময়দান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং, জনপ্রিয় টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়। এই তিন দলের উপস্থিতি আইএসএলের গ্রহণযোগ্যতাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। তবে নতুন মরসুম শুরুর আগে গোটা টুর্নামেন্ট ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

   

জানা গিয়েছে, এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের মাস্টার রাইটস চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। অথচ এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ চুক্তি নবীকরণের কোনও ঘোষণা হয়নি। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এরই প্রভাবে একাধিক দল ফুটবল সংক্রান্ত কার্যকলাপে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে।

BSF বিপক্ষে সম্মান রক্ষার লড়াইয়ে চোট ও কার্ড সমস্যায় বেসামাল মহামেডান

সম্প্রতি ওডিশা এফসি এবং বেঙ্গালুরু এফসি তাদের সিনিয়র ফুটবলার ও কোচিং স্টাফদের বেতন বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাইয়ান এফসিও একই পথে হাঁটল। বুধবার ক্লাবের তরফে জানানো হয়েছে, আইএসএল ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা মাথায় রেখে আপাতত সব ফুটবল কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। চেন্নাইয়ানের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সহজ ছিল না। তবে এই মুহূর্তে এমন সিদ্ধান্ত ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না।’’

এমন পরিস্থিতিতে আইএসএল খেলা প্রতিটি দলই উদ্বিগ্ন। প্রথমদিকে আটটি দল ফেডারেশনের বৈঠকে অংশগ্রহণে রাজি হয়েছিল। তবে পরে ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং এই বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। যদিও মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে কেউ এই বৈঠকে হাজির থাকছেন না বলে খবর।

Advertisements

এই বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে—মাস্টার রাইটস চুক্তি নবীকরণের ভবিষ্যৎ, নতুন মরসুমের সূচি এবং স্পোর্টস বিলকে ঘিরে সম্ভাব্য পরিবর্তন। জানা গিয়েছে, বর্তমান ফেডারেশন কমিটির হাতে মাস্টার রাইটস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। কারণ, ফেডারেশনের নতুন সংবিধান চালু না হওয়া পর্যন্ত নির্বাচনও হচ্ছে না। ফলে যে কোনও সিদ্ধান্তই অনিশ্চয়তার গণ্ডিতে।

তবে আজকের বৈঠক ঘিরে আশার আলো দেখছেন অনেকে। ফুটবল মহলের মতে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশন স্পষ্ট রূপরেখা দিলে কিছুটা হলেও দলগুলি আশ্বস্ত হতে পারে। আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অতএব, আজকের দিনটি হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক দশকের পরিক্রমায় পৌঁছনো আইএসএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে, তা নির্ভর করছে এই বৈঠকের ফলাফলের উপর। ফুটবলপ্রেমীরা তাকিয়ে রয়েছেন এহেন অচলাবস্থা থেকে মুক্তি মিলবে তো?

ISL future uncertain AIFF under Kalyan Chaubey meets Clubs today MRA deal and Indian Football