ISL Fixtures Unveiled: ৩ ফেব্রুয়ারি ISL ডার্বি, ফের মুখোমুখি ইলিশ-চিংড়ি

ইন্ডিয়ান সুপার লিগ (ISL ) আজ, বৃহস্পতিবার মরসুমের দ্বিতীয় পর্বের ফিক্সচার ঘোষণা করেছে। বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ থেকে ফের শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লীগ।…

mohun bagan vs east bengal

ইন্ডিয়ান সুপার লিগ (ISL ) আজ, বৃহস্পতিবার মরসুমের দ্বিতীয় পর্বের ফিক্সচার ঘোষণা করেছে। বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ থেকে ফের শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লীগ। জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে মধ্যে ম্যাচ দিয়ে ফের শুরু হবে টুর্নামেন্ট। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে এই ম্যাচ। ডার্বি নিয়েও এদিন বড় ঘোষণা করা হয়েছে।

আইএসএল ২০২৩-২৪ এর বহু প্রতীক্ষিত প্রথম কলকাতা ডার্বি আগামী ৩ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। এই দিন মোহন বাগান সুপার জায়ান্ট সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে। ইতিমধ্যে একাধিকবার মুখোমুখি হয়েছে এই দুই দল। ইস্টবেঙ্গল দুবার হারিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টকে।

   

Advertisements

প্রতিযোগিতার এই পর্বের বেশিরভাগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে। কিছু ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা থেকে। আইএসএলের ম্যাচগুলি স্পোর্টস ১৮ নেটওয়ার্ক, ভিএইচ১ নেটওয়ার্ক, ডিডি বাংলা, সূর্য মুভিজ এবং নিউজ ১৮ কেরালায় ইংরেজি, হিন্দি, মালায়ালাম এবং বাংলা ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও, ওয়ানফুটবলের সাথে এফএসডিএলের অংশীদারিত্বের অংশ হিসাবে, আইএসএল লাইভ স্ট্রিম এবং আসন্ন ২০২৩-২৪ মরসুমের সমস্ত ম্যাচের হাইলাইটগুলি ১৯০ টিরও বেশি দেশে সরবরাহ করা হবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News