৪ মে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (ISL Final)। যেখানে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপাজায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। যুবভারতীতে আয়োজিত হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরেই বর্তমানে উন্মাদনা তুঙ্গে সকলের। ঘরের মাঠে ফাইনাল ম্যাচ খেলতে নামার সুবাদে বাড়তি অক্সিজেন পাবে মেরিনার্সরা। তা বলাই চলে।
তবুও ফাইনাল ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী দুই দল। গত সেমিফাইনালে এফসি গোয়া দলকে হারিয়ে বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি। নিজেদের এই ছন্দ বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে রাহুল ব্রিগেডের। তবে এক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে তাদের উপর।
আসলে গত ম্যাচে কার্ড দেখার দরুন এবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই মাঠে পাবেনা তাদের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন ইয়োয়েল ভ্যান নিফ এবং পেরেইরা দিয়াজ। উল্লেখ্য, সেমিফাইনালের দ্বিতীয় লেগে দিয়াজের করা গোলেই এগিয়ে গিয়েছিল মুম্বাই দল। পরবর্তীতেও একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন এই ফুটবলার।
তবে কার্ড সমস্যার জন্য হয়তো আইএসএল ফাইনাল খেলা সম্ভব হবে না এই আর্জেন্টাইন ফুটবলারের পক্ষে। সেক্ষেত্রে দলের আক্রমণ ভাগে কিছুটা হলেও খামতি থাকতে পারে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। এছাড়াও ভ্যান নিফের অনুপস্থিতিতে রক্ষণভাগেও কিছুটা বেগ পেতে হবে মুম্বাই দলকে।
বলাবাহুল্য, এবারের আইএসএলের শিল্ড জয়ের ক্ষেত্রে এই মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল হাবাসের ছেলেরা। ঘরের মাঠে এসেছিল সাফল্য। সেই ট্রেন্ড বজায় রাখতে মরিয়া মোহনবাগান।