ISL ফাইনাল দেখতে যাওয়ার পথে মৃত্যু হল একাধিক

আইএসএল (ISL) ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো দুই ফুটবলপ্রেমীর। ঘটনাস্থল কেরলের উদুমা। জানা গিয়েছে, কেরল থেকে গোয়ায় খেলা দেখতে গেছিলেন।

Advertisements

মৃতদের বিষয়ে তাঁদের আত্মীয়দের কাছে খবর পাঠিয়েছে পুলিশ।cদুর্ঘটনাস্থল কেরলের কাসারগড়ের উদুমা। এখানে রবিবার ভোরে তাদের বাইকে ধাক্কা মারে লরি।

   

সংবাদ মাধ্যমে প্রকাশ, উদুমায় বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। জামশির এবং মহম্মদ শিবিল, দুজনেই মালাপ্পুরমের বাসিন্দা। আইএসএল ফাইনাল দেখতে গোয়া গিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই বাসনা আর পূরণ হল না । পথ দুর্ঘটনায় নিহত হলেন।

ভোর সাড়ে ৫টার দিকে উদুমার কাছে একটি খাদে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মিনি লরিটি কাসারগোদ এলাকা থেকে এসে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁরা হায়দরাবাদ এফসি তারকা আব্দুল রাবেহের আত্মীয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ তাঁদের ফোন থেকে কিছু ফোন নম্বর উদ্ধার করেছেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে দুজনের সম্পর্কে তথ্য পায়। তখনই জানা গিয়েছিল যে তাঁরা আইএসএল ম্যাচ দেখতে গোয়ায় ফিরেছিলেন।মরদেহ কাসারগোদ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements