ISL: দোল পূর্ণিমায় ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর

ফুটবলার এবং ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আসন্ন ফাইনালের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। অর্থাৎ হাউসফুল আইএসএল ফাইনাল। 

২০ মার্চ রবিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ। মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। খেলা হবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। 

   

ফাইনাল ম্যাচের হুইসেল বাজার আগে থেকেই উত্তেজনায় ফুটতে শুরু করেছিলেন ফুটবল প্রেমীরা। কারণ অবশেষে মাঠে গিয়ে খেলা দেখার জন্য ছাড়পত্র মেলার জোর সম্ভাবনা দেখা দিয়েছিল। স্টেডিয়ামের সম্পূর্ণ ধারণ ক্ষমতা কাজে লাগানো হবে এমনটাই শোনা গিয়েছিল।

টিকিটের দাম কম রাখা হয়েছিল সর্ব সাধারণের জন্য। টিকিট বাজারে ছাড়া মাত্র বিক্রি হয়ে গিয়েছিল বলে শোনা গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে। এখনও পর্যন্ত ধার্য করা বা বিক্রির জন্য ছাড়া সমস্ত টিকিট ফুরিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন