ISL: আলোচনায় ফেডারেশনের বিশেষ কমিটি, নজরে গোয়া ও কলকাতা

isl-clubs-proposal-to-aiff-sports-ministry

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হবে কবে। গত তিন থেকে চার মাস ধরে এই উত্তর খুঁজে চলেছে দেশের সকল ফুটবলপ্রেমীরা। প্রত্যেকবার সুপার কাপের মধ্য দিয়ে সিজন শেষ হলেও এবার পরিস্থিতি ভিন্ন। সেজন্য, ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পর সাময়িক বিরতি নিয়ে গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আয়োজিত হয়েছিল এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে সুপার কাপ। যেখানে গতবারের মতো এবারও চূড়ান্ত সাফল্য পেয়েছে মানোলো মার্কেজের এফসি গোয়া। যারফলে নতুন সিজনে ফের ভারতবর্ষের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে গোয়া শিবির।

Advertisements

কিন্তু কবে থেকে শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। পূর্বে বেশ কয়েকবার দেশের প্রথম সারির ফুটবল ক্লাব গুলির সঙ্গে সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়াও ক্লাব গুলির অনুরোধে সক্রিয়তা দেখিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রালয়। তবে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে সমস্ত কিছু। পাশাপাশি রয়েছে বাজেট সমস্যা। যারফলে আদৌ কিভাবে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট সেটা এখনও পর্যন্ত বলা মুশকিল। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে ফেডারেশনের তিন সদস্যের কমিটি।

   

এক্ষেত্রে টুর্নামেন্ট আয়োজনের প্রধান বিকল্প হিসেবে নাকি তাঁদের নজরে রয়েছে কলকাতা ও গোয়ার মত শহর গুলি। এছাড়াও গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম সূত্রে আরো জানা গিয়েছে, যে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই নাকি শুরু হতে পারে ফুটবল টুর্নামেন্ট। যদিও এখনও পর্যন্ত এগুলি রয়ে গিয়েছে সম্ভাবনার স্তরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements