ISL: আইএসএলে দলবদলের বড় ইঙ্গিত দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার

‘ নতুন পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় এসেছে ‘, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইভান গঞ্জালেস। ফুটবল ক্লাব গোয়ার (ISL) নির্ভরযোগ্য ফুটবলার। তাঁর এই পোস্টের পর কৌতূহল…

ISL: আইএসএলে দলবদলের বড় ইঙ্গিত দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার

‘ নতুন পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় এসেছে ‘, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইভান গঞ্জালেস। ফুটবল ক্লাব গোয়ার (ISL) নির্ভরযোগ্য ফুটবলার। তাঁর এই পোস্টের পর কৌতূহল বেড়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। 

বত্রিশ বছর বয়সী ইভান গঞ্জালেস মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার। স্পেনের একাধিক নাম করা ক্লাবের খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। যুব কেরিয়ার শুরু করেছিলেন পার্লা (২০০০-২০০২) থেকে। এরপর চলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। প্রায় ছয় বয়স ছিলেন সেখানে। ২০০২-২০০৮ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের অংশ ছিলেন ইভান।

ISL
ভারতের মাটিতেও সাফল্য পেয়েছেন ইভান।

সিনিয়র কেরিয়ারের শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদের হাত ধরেই। রিয়াল মাদ্রিদ সি দলে তিনি ছিলেন । প্রায় ৯৯টি ম্যাচে অংশ নিয়েছিলেন ইভান। ভারতে এসেছিলেন ২০২০ সালে। গোয়ার ফ্রাঞ্চাইজি ক্লাবের হয়ে খেলেছেন ৩৫ ম্যাচ। ৩টি গোল করেছেন এখানে। 

Advertisements

এবারের ইন্ডিয়ান সুপার লিগ এফসি গোয়ার মনের মতো হয়নি। এগারো দলের লিগে নয় নম্বরে মরশুম শেষ করেছে তারা। কুড়ি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে গোয়া। নয় ম্যাচে পরাজয়।