ISL: স্প্যানিয়ার্ড জাদুতে জয়ের জন্য মরিয়া ইস্টবেঙ্গল

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ৬৫ তম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবতে নারাজ লাল হলুদ (SC EAST BENGAL) ফুটবলারেরা। গোটা টুর্নামেন্টে…

East Bengal

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ৬৫ তম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবতে নারাজ লাল হলুদ (SC EAST BENGAL) ফুটবলারেরা। গোটা টুর্নামেন্টে লাল হলুদ বিগ্রেড এফসি গোয়ার থেকে সেট পিস মুভমেন্টে গোলের দিক দিয়ে পিছিয়ে। কিন্তু বুধবার মারিও রিভেরার ছেলেরা পাশা উল্টাতে উন্মুখ।

এফসি গোয়া গোটা টুর্নামেন্টে সেটপিস মুভ থেকে ১১ গোল করেছে,অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল গোল করেছে ৯ টি।কিন্তু এই রেকর্ড আজকের ম্যাচে লাল হলুদ ফুটবলারদের টেম্পারমেন্টে আদৌ কোনও প্রভাব ফেলবে কি এই প্রশ্নের সরাসরি উত্তর হল না।

   

না এই কারণে যে, নব নিযুক্ত হেডকোচ মারিও রিভেরার ফুটবল দর্শন হল,”টোটাল ফুটবল।” নিজের প্রথম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মঙ্গলবার রিভেরা পরিষ্কার করে দিয়ে বলেছেন “আমি আক্রমণ করতে পছন্দ করি এবং আমরা সেই দিকটিতে নিজেদের উন্নতি করার চেষ্টা করব।”

প্রসঙ্গত উল্লেখ্য যে,এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে লাল হলুদ হেডকোচের কি পরিকল্পনা এই ইস্যুতে তিনি বলেন,” প্রথমত, আমি চেষ্টা করব এবং দলের চেতনা অটুট রাখব। খেলোয়াড়রা শেষ কয়েক ম্যাচে তাদের সব দিয়েছেন। কিন্তু ফুটবলে ভারসাম্য থাকতে হবে রক্ষণ ও আক্রমণে এবং ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের চেয়ে ভালো হতে হবে।”

এখন পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে লাস্ট বয় হয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম লেগে কোনও জয় না পেলেও এ বার দ্বিতীয় লেগে জয় চাইছে লাল হলুদ বিগ্রেড। গত ISL এবং চলতি মরসুমে মিলে টানা ১৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল।

চলতি ইন্ডিয়ান সুপার লীগে(ISL) এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তিন ম্যাচের জন্য লাল হলুদ শিবিরের অন্তবর্তীকালীন হেডকোচ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং। রেনেডি সিং’র কোচিং দলের ভোল বদল ঘটেছে ম্যাচ টেম্পারমেন্টের মানসিকতায়। এখন দিয়াজের জায়গায় উয়েফা প্রো লাইসেন্সপ্রাপ্ত স্প্যানিয়ার্ড কোচ মারিও রিভেরার হাতে দলের কম্যান্ড।

স্প্যানিয়ার্ড কম্যান্ডার মারিও রিভেরার সামনে এফসি গোয়া ম্যাচ অ্যাসিড টেস্ট। জয় অধরা এখনও অধরা ISL সেশনে এসসি ইস্টবেঙ্গলের।তাই স্প্যানিয়ার্ড জাদুতে জয়ের জন্য মরিয়া ফুটবলার থেকে শুরু করে লাল হলুদ জনতা।