ISL: লিগ চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে মিরাকেল ঘটাল ইস্টবেঙ্গল

East Bengal beat Mumbai City FC by 1-2

আইএসএলে (ISL) মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন কোচ স্টিফেন কনস্টান্টাইন৷ রবিবারের ম্যাচে সেই মিরাকেল দেখাল লাল হলুদ শিবির। মুম্বই এফসিকে ১-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল (East Bengal ) ৷ ম্যাচের একমাত্র গোলটি করেন নাওরেম মহেশ সিং। ডার্বির আগে এই জয় আরও উত্তেজনা বাড়াচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের।

এই মুহুর্তে লিগ টেবিলে শেষের দিকে থাকলেও একেবারেই আশা ছেড়ে দিতে রাজি ছিলেন না স্টিফেন৷ এই মিরাকেল চেয়েছিলেন তিনি। কারণ, মুম্বই সিটি এফসিরবিরুদ্ধে কখনও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে আনবে লাল হলুদ শিবির, এটা সমর্থকদের কাছে অভাবনীয় বিষয় ছিল। চলতি বছরে আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ হেরেছিল কনস্টান্টাইনের দল। রবিবারের ম্যাচে সেই শাপমোচন হল। প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গল।

   

এদিন প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল মুম্বই। একাধিক অসাধারণ সেভ দলকে রক্ষা করছিলেন কমলজিৎ সিন্ধু৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে গোল এল নাওরেম মহেশের পা থেকে। সুহেরের ক্রস থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন তরুণ মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার পরেও বারবার আক্রমণ করার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। কিন্তু একটিমাত্র গোলেই এগিয়ে থাকল তাঁরা।

মুম্বই ম্যাচের পরেই কলকাতা ডার্বিতে অংশগ্রহণ করতে চলেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান প্লে অফে জায়গা পাকা করতে পারলেও হাইভোল্টেজ ম্যাচে হতাশ হতে চান না স্টিফেন৷ তাই ওই দিনের ম্যাচেও বিরাট পরিকল্পনা নিয়ে মানতে চান তিনি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে বিরাট জয় দর্শকদের মনে আশা বাড়াচ্ছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন