আইএসএলের জট খুলতে বুধবার এই বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

isl-crisis-football-club-meeting-with-sports-ministry-december-3

ভারতীয় ফুটবলে দীর্ঘদিনের জট শেষ পর্যন্ত কি কাটতে চলেছে? বর্তমানে আইএসএল (ISL) নিয়ে অচলাবস্থা নিরসনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বুধবার, ৩ ডিসেম্বর আয়োজিত করতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকতে আমন্ত্রণ পাঠানো হয়েছে আইএসএল ও আই লিগের ক্লাব, আয়োজক সংস্থা এফএসডিএল, দরপত্র আহ্বায়ক, সম্প্রচারকারী সংস্থা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের।

গত ২১ নভেম্বর সুপ্রিম কোর্টে আইএসএল সংক্রান্ত মামলার শুনানিতে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের তরফে জানান, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত। তিনি মনে করেন, আইএসএল অবশ্যই আয়োজন করা উচিত। আদালতের কাছে তিনি দু’সপ্তাহ সময়ও চেয়েছিলেন বিষয়টি মীমাংসা করার লক্ষ্যে। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই দ্রুত পদক্ষেপ নিয়েছে ক্রীড়ামন্ত্রক। ইতিমধ্যে ক্লাবগুলির উদ্দেশে বৈঠকে উপস্থিত থাকার জন্য পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠি।

   

প্রোটিয়াদের বিরুদ্ধে ফের ২২ গজে এই তারকা ক্রিকেটার! সামনে এল আপডেট

আদালতের নির্দেশ ছিল, ফুটবলের প্রশাসনিক ব্যাপারে সরকার যেন অযথা হস্তক্ষেপ না করে। মেহতা জানান, যেকোনও পদক্ষেপই নেওয়া হবে ফিফার নিয়ম মেনে, যাতে কোনও আন্তর্জাতিক জটিলতা তৈরি না হয়। সরকারের উদ্দেশ্য কেবল দেশের ফুটবলারদের স্বার্থ রক্ষা করা এবং পরিস্থিতিকে স্থিতিশীল করা।

আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা ও এফএসডিএলের মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ)। তার আগেই সমাধানের পথ খুঁজে বের করাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য। সুপ্রিম কোর্টে জমা পড়া বিচারপতি এল. নাগেশ্বর রাওয়ের রিপোর্টেও উল্লেখ ছিল আইএসএলের বাণিজ্যিক স্বত্ব সংক্রান্ত জটিলতার কথা এবং কিছু সম্ভাব্য সমাধানের প্রস্তাব। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নিতে পারে।

দিনভর ধাপে ধাপে বৈঠকের পরিকল্পনা করেছে ক্রীড়ামন্ত্রক। অংশ নেবে সমস্ত স্টেকহোল্ডার। এই বৈঠকের পরেই অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আইএসএল আয়োজনের সম্ভাবনা, কাঠামো, অর্থনৈতিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রশাসনিক সমন্বয়ের পথ।

ফুটবলমহলে এখন প্রত্যাশা, বুধবারই হয়তো মিলবে বহু প্রতীক্ষিত সমাধান। আইএসএল জট কাটবে কি না, দেশের ফুটবলপ্রেমীরা তাই তাকিয়ে আছে দিল্লির বৈঠকের দিকেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন