গত ২০১৪ সাল থেকে শেষ মরসুম পর্যন্ত স্বমহিমায় অনুষ্ঠিত হয়েছে আইএসএল। সিজন যত এগিয়েছে ততই বাড়তে থেকেছে টুর্নামেন্টের জৌলুষ। অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা বাড়ার পাশাপাশি বিদেশি ফুটবলার সহ কোচের দায়িত্ব গ্রহণের সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। বলতে গেলে এই সময় দাঁড়িয়ে ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত ইন্ডিয়ান সুপার লিগ। বলাবাহুল্য, সুপার কাপের পাশাপাশি এই টুর্নামেন্টে সাফল্য পাওয়ার মধ্য দিয়েই এশিয়ার মঞ্চে নিজেদের জাত চেনানোর সুযোগ পায় দেশের ফুটবল ক্লাবগুলি।
কিন্তু এবারের এই মরসুমের পাশাপাশি আগামী বছর এই জনপ্রিয় টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক জটিলতা। হিসাব বলে চলতি বছরের ডিসেম্বর মাসেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হবে আইএসএল আয়োজক সংস্থা এফএসডিএলের। সেখান থেকেই সমস্যা সূত্রপাত। মূলত মাস্টার রাইটস এগ্ৰিমেন্ট তথা এমআরএ নবীকরণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজনকারী সংস্থা তথা এফএসডিএল এর সঙ্গে জটিলতা দেখা দেওয়ার ফলে গত কয়েক মাস ধরে বারংবার প্রশ্নের মুখে পড়েছে আইএসএলের আয়োজন।
সেই সমস্যা কাটিয়ে সমাধান সূত্র খুঁজে বের করার উদ্দেশ্য নিয়েই গত ৭ই আগস্ট রাজধানীর বুকে দল গুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সেখানে মৌখিক সম্মতিতে দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনের কথা জানিয়েছিলেন সভাপতি। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে জানা যায়নি কিছু। উল্লেখ্য, প্রথম ডিভিশন লিগ আয়োজনের বিনিময়েই এবারের সুপার কাপে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে সিংহভাগ ফুটবল দল। কিন্তু আইএসএল কিংবা প্রথম ডিভিশন লিগ নিয়ে কোন প্রশ্নের মুখে রয়ে গিয়েছে সমস্ত কিছু।
যারফলে ইতিমধ্যেই কার্যকলাপ স্থগিত করেছে আইএসএল জয়ী একাধিক ফুটবল দল। এমনকি সুপার কাপ জয়ী ওডিশার তরফে ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে স্থগিত করা হয়েছে খেলোয়াড়দের চুক্তি। যা নিঃসন্দেহে চিন্তার বিষয় সকলের কাছেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজোট হয়ে ফের একবার সর্বভারতীয় ফুটবল সংস্থা তথা এআইএফএফ এর সভাপতির কাছে বিশেষ চিঠি প্রদান করল আইএসএলের মোট ১১ টি দল। যেখানে খুব শীঘ্রই এমআরএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে ক্লাবগুলির তরফে। কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এতে শামিল না হলেও এক্ষেত্রে দলগুলির সঙ্গে যোগদান করেছে তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব।