এই ভারতীয় ফরোয়ার্ডের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

বর্তমানে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে এবারের আইএসএল জয়ী দল। তার কিছুদিন পর থেকেই শুরু…

Lalrinzuala Lalbiaknia

বর্তমানে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে এবারের আইএসএল জয়ী দল। তার কিছুদিন পর থেকেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। যেদিকে নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সেইমতো বহু আগে থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করে মরসুম শেষ করাই এখন প্রধান লক্ষ্য সকলের। তবে এই টুর্নামেন্টে নজর দেওয়ার পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব।

কলকাতা ময়দানের তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া সকলে। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়ার (Lalrinzuala Lalbiaknia ) নাম।

উল্লেখ্য, গত মরসুমে তাঁকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্টসের মতো শক্তিশালী ফুটবল ক্লাব। একটা সময় সেক্ষেত্রে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও পরবর্তীতে সবাইকে টেক্কা দিয়ে যথেষ্ট এগিয়ে গিয়েছিল মোহনবাগান।

Advertisements

পরবর্তীতে কথাবার্তা ও প্রায় পাকা হয়ে যায় ময়দানের এই প্রধান দলের। যারফলে অনেকেই মনে করেছিল, যে আসন্ন ফুটবল মরশুমে হয়ত সবুজ-মেরুনের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফিটনেস টেস্ট দিতে এসে সমস্যা দেখা দিয়েছিল আইজল এফসির এই দাপুটে ফুটবলারের। তাই আর সবুজ-মেরুনে যোগ দেওয়া সম্ভব হয়নি এই ভারতীয় ফরোয়ার্ডের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মেরিনার্সদের কাছে। ফিরে গিয়েছিলেন আইজল এফসিতে। তবে গত বছরের মত এবারও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এই আইলিগে ইতিমধ্যেই করে ফেলেছেন প্রায় ১২ টি গোল।

এমন পারফরম্যান্সের দিকে নজর রেখেই তাঁকে দলে টানতে মরিয়া আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। তারমধ্যে মোহনবাগানের পাশাপাশি ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মুম্বাই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং হায়দরাবাদ এফসির নাম। শেষ পর্যন্ত কারা বাজিমাত করতে পারে এখন সেটাই দেখার।