আইএসএলের ক্লাব গুলো হাল্কা মেজাজে দেখছে, মনে করেন মহামেডান অধিনায়ক জোসেফ

Mohammedan SC captain Joseph

চলতি ডুরান্ড কাপে পারফরম্যান্সের বিচারে কলকাতার তিন প্রধানের মধ্যে সবথেকে এগিয়ে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে যাওয়ার সম্ভাবনা প্রবল ‌। দলের এমন পারফরম্যান্সের নেপথ্যে অধিনায়কের মার্কাস জোসেফের ভূমিকা অপরিসীম ।

Advertisements

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহামেডানের অধিনায়ক বলেছেন প্রতিটি টুর্নামেন্ট তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । এই ডুরান্ডের মহামেডানের কাছে খুবই অর্থবহ, তার কারণ এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আসন্ন আইলিগের প্রস্তুতি সারছে দল । এইজন্য এই টুর্নামেন্ট’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখছেন তারা৷

এদিন মার্কাস দাবি জানিয়েছেন আইএসএলের দল গুলো ডু্রান্ড কাপ’কে হাল্কাভাবে নিচ্ছে । তবে তার ধারণা এই টুর্নামেন্ট’কে সুপার লিগের ক্লাব গুলো ভালো প্রস্তুতি মঞ্চ হিসেবে ব‍্যবহার করতে পারে । তাই তাদের নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি সেরে নেওয়া উচিত বলেই মত তার ।

Advertisements

ইতিমধ্যে ডুরান্ডের নকআউট পর্বে পৌঁছেছে মহামেডান।এবার ঠিক কোন নজরে তিনি এই টুর্নামেন্ট’কে দেখছেন ,এমনটা জানতে চাওয়া হলে মহামেডান অধিনায়ক বলেছেন, তাদের কাছে প্রতিটি ম‍্যাচ গুরুত্বপূর্ণ, নক আউট পর্বের প্রতিটি ম‍্যাচ’কে ফাইনাল হিসেবে নিচ্ছে তারা। তবে একটি করে ম‍্যাচ নিয়েই ভাবছেন তারা, ধাপে ধাপে লক্ষ‍্য পূরণের দিকে এগোতে চান । সমর্থক’দের মুখে হাসি ফোটাতে চান এই ট্রফি এনে দিয়ে ।