রিয়াল মাদ্রিদ-পিএসজিতে খেলা তারকাকে টার্গেট ISL ক্লাবের

অবশেষে শেষ হয়েছে এবারের ফুটবল মরশুম। গতবারের মতো এবছর আইএসএল (ISL) ট্রফি ঘরে না আসলেও শিল্ড এসেছে শহরে। প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগের এই খেতাব…

jesé rodríguez ruiz

অবশেষে শেষ হয়েছে এবারের ফুটবল মরশুম। গতবারের মতো এবছর আইএসএল (ISL) ট্রফি ঘরে না আসলেও শিল্ড এসেছে শহরে। প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগের এই খেতাব জিতেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। সেই সুবাদে আগামী সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে সবুজ-মেরুন ব্রিগেড।

এছাড়াও বারো বছরের অবসান ঘটিয়ে কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছে ইমামি ইস্টবেঙ্গল। যারফলে, নতুন মরশুমে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে কলকাতার এই দ্বিতীয় প্রধান। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই শিবির। আইএসএল ও আইলিগের পাশাপাশি বিদেশি ক্লাব গুলির দিকে ও নজর রয়েছে তাদের।

   

তবে শুধু এই দুই দল নয়। এবারের খেতাব জয়ী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া হোক কিংবা বেঙ্গালুরু এফসি। শক্তিশালী দল তৈরি করে সকলকে চমকে দিতে মরিয়া সকলে। উল্লেখ্য, এবারের এই ফুটবল সিজনে যথেষ্ট নিষ্ক্রিয় থেকেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। আসলে এই বছরে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার সুবাদে মরশুমের অনেকটা সময় জাতীয় শিবিরে থাকতে হয়েছে সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সিন্ধুদের। ব্যাপকভাবে যার প্রভাব দেখা গিয়েছে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। একের পর এক ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে যেতে হয়েছে আইএসএল জয়ী এই ফুটবল দলকে। পরবর্তীতে আর প্লে-অফ নিশ্চিত করা সম্ভব হয়নি জারাগোজার ছেলেদের।

তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বেঙ্গালুরু এফসি। সেজন্য, প্রথমেই তাদের নজর পড়েছে আইএসএল জয়ী ক্লাব মুম্বাই সিটি এফসির দিকে‌। জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরির মতো ফুটবলারদের আগেই চূড়ান্ত করে ফেলেছে দল। অর্থাৎ নতুন সিজনে বেঙ্গালুরু দলের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফুটবলারদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তবে সেখানেই শেষ নয়।

এবার রিয়াল মাদ্রিদ ও পিএসজিতে খেলা এক ফুটবলার। তিনি জেসি রদ্রিগেজ রুইজ। বর্তমানে ফ্রি-এজেন্ট থাকলেও একটা সময় রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে খেলেন সিনিয়র দলে।

সেখান থেকে পরবর্তীতে চলে আসেন ফ্রান্সের শক্তিশালী ক্লাব পিএসজিতে। সেখানেও খেলেন বেশ কিছুটা সময়। পরবর্তীতে স্টোক সিটিতে। শেষ মরশুমে ব্রাজিলের একটি ক্লাবে খেললেও এবার তাকে বিরাট অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে বেঙ্গালুরু এফসি। আদৌ এই স্প্যানিশ তারকা ভারতে আসবেন কিনা এখন সেটাই দেখার।