গত বছর পর্যন্ত এই সময় জোরকদমে চালু থাকত ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। তবে এবার একেবারেই ভিন্ন পরিস্থিতি। ক্লাব গুলির সঙ্গে একাধিকবার বৈঠক করে ও এখনও পর্যন্ত সমাধান সূত্র খুঁজে আনতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত শনিবার বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছিল সর্বভারতীয় ফেডারেশনের। সেখানেই জানানো হয়েছিল যে দেশের প্রথম ডিভিশন লিগ পরিচালনার কথা মাথায় রেখে গঠিত হবে তিন সদস্যের একটি বিশেষ কমিটি। যেখানে উভয়পক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি গুরুত্ব পাবে টুর্নামেন্টের সমস্ত প্রেক্ষাপট। এই কমিটির রিপোর্টের মধ্যে দিয়েই এবার নির্ভর করছে টুর্নামেন্টের ফরম্যাট। সেই অনুযায়ী চলতি মাসের এই চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই নিজেদের কাজ শুরু করেছে সেই সমন্বয় কমিটি।
সব ঠিকঠাক থাকলে চলতি ২০২৫ সালের শেষ দিন পর্যন্ত সমস্ত আলোচনা পর্ব মিটিয়ে আগামী ২রা জানুয়ারির মধ্যে সামনে আসার কথা রিপোর্ট। তবে নিজেদের খসড়া নিয়েই গত কয়েকদিন আগে ক্লাব গুলির সঙ্গে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে টুর্নামেন্টের ফরম্যাটের পাশাপাশি সম্প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে আর্থিক পরিস্থিতির উল্লেখ করা হয়। তারপর আজ ফের বৈঠকে বসতে চলেছে ফেডারেশন ও ক্লাব গুলির সম্মিলিত কমিটি। তবে সেই বৈঠকের আগে ফেডারেশনকে বিশেষ চিঠি পাঠানো হয় ক্লাব জোটের প্রতিনিধি বিনয় চোপড়ার তরফে। যেখানে আইএসএল নিয়ে আলোচনার জন্য প্রথমেই ধন্যবাদ জানানো হয় ক্লাব গুলির তরফে।
পাশাপাশি সেখানে ষ্পষ্ট করে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি যে এআইএফএফ ২৬শে ডিসেম্বর নির্ধারিত বৈঠকে দীর্ঘমেয়াদী লিগ কাঠামো এবং বাণিজ্যিক কাঠামো আরও বিস্তারিতভাবে উপস্থাপন করতে চায়। আমরা মনে করি, যদি বৈঠকটি এই দীর্ঘমেয়াদী রোডম্যাপের উপর একটি বিস্তারিত ব্রিফিং দিয়ে শুরু হয়, তবে তা অত্যন্ত সহায়ক হবে। এরপর, ক্লাবগুলোকে স্বল্পমেয়াদী পরিকল্পনা সম্পর্কে জানানো হলে ভালো হবে, যার পরে সমস্ত আইএসএল ক্লাব গঠনমূলকভাবে তাদের ভাবনা ও মতামত জানাতে পারবে। আমরা আরও জানাতে চাই যে, আমরা এখনও বিশ্বাস করি যে আমাদের জমা দেওয়া প্রস্তাবটি ভারতীয় ফুটবলের জন্য একটি শক্তিশালী এবং টেকসই পথ নির্দেশ করে, এবং আমরা বিনীতভাবে অনুরোধ করব যে এআইএফএফ দীর্ঘমেয়াদী প্রস্তাব প্রণয়নের সময় এটি বিবেচনা করবে।’
আরও বলা হয়, ‘ আমরা বেশকিছু বিষয়গুলিতে আরও বিস্তারিত তথ্য পেলে খুশি হব। যার মধ্যে রয়েছে প্রস্তাবিত রাজস্ব মডেল, সম্প্রচার ব্যবস্থা, স্বল্প মেয়াদের জন্য ব্যয় কাঠামোর একটি স্পষ্ট চিত্র, যার মধ্যে এই ব্যয়গুলো কীভাবে বরাদ্দ করা হবে এবং কে তা বহন করবে সে সম্পর্কে স্পষ্টতা থাকা প্রয়োজন। এই বিবরণগুলো পাওয়া গেলে, আমরা সেগুলো পর্যালোচনা করতে এবং বৃহত্তর আইএসএল ক্লাব গোষ্ঠীর সাথে আরও আলোচনায় অংশ নিতে আরও ভালোভাবে সক্ষম হব। আমরা আরও বিনীতভাবে পুনরাবৃত্তি করতে চাই যে, ক্লাবগুলো উপরের বিস্তারিত তথ্য সাপেক্ষে স্বল্পমেয়াদী লিগে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক, এবং একই সাথে এটি একটি স্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, বিচ্ছিন্নভাবে এর কাছে যাওয়া উচিত নয়। আপনারা যে ধারাবাহিক সহযোগিতা করে যাচ্ছেন তার জন্য আবারও ধন্যবাদ।’


