গত তিন থেকে চার মাস ধরেই ধোঁয়াশার মধ্যে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রত্যেকবার সুপার কাপের মধ্য দিয়ে সিজন শেষ হলেও এবার পরিস্থিতি ভিন্ন। সেজন্য, ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পর সাময়িক বিরতি নিয়ে গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আয়োজিত হয়েছিল এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে সুপার কাপ। যেখানে গতবারের মতো এবারও চূড়ান্ত সাফল্য পেয়েছে মানোলো মার্কেজের এফসি গোয়া। যারফলে নতুন সিজনে ফের ভারতবর্ষের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে গোয়া শিবির।
কিন্তু কবে থেকে শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। পূর্বে বেশ কয়েকবার দেশের প্রথম সারির ফুটবল ক্লাব গুলির সঙ্গে সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়াও ক্লাব গুলির অনুরোধে সক্রিয়তা দেখিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রালয়। তবে ধোঁয়াশার মধ্যে ছিল সমস্ত কিছু। পাশাপাশি ছিল বাজেট সমস্যা। যারফলে আদৌ কিভাবে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট সেটা বলা মুশকিল হয়ে পড়েছিল একটা সময়। তবে শেষ কয়েকটি বৈঠকে অনেকটাই কেটেছে জট। ইতিমধ্যেই শোনা গিয়েছে টুর্নামেন্টের খসড়া। যারফলে অন্যান্য বছর দুইটি লেগে টুর্নামেন্ট আয়োজিত হলেও সেটা এবার হচ্ছে না।
সম্ভবত নির্বাচিত ভেন্যুতে রাউন্ড রবিন পদ্ধতিতে পরিচালিত হতে পারে গোটা টুর্নামেন্ট। সেই সাথে কমেছে টুর্নামেন্টের বাজেট। মনে করা হচ্ছে এবার প্রায় ৭০ কোটি টাকার মধ্যেই আয়োজিত হতে পারে আইএসএল। সেক্ষেত্রে কমতে পারে টুর্নামেন্টের প্রাইজ মানি। তবে সেটা হলেও দেশের প্রথম ডিভিশন লিগ হওয়া নিঃসন্দেহে স্বস্তি দেবে সকলকে। পূর্বে দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজন নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছিল ক্লাব জোট। যেখানে একটি বড় পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছে প্রকাশ করেছিল ক্লাবগুলি। কিন্তু সেখানে সক্রিয় ছিল না, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
সেই নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু এবার উঠে আসছে নয়া তথ্য। শোনা যাচ্ছে, ক্লাব জোটের সাথে প্রথমবারের মতো আলোচনায় অংশ নিয়েছে ইস্টবেঙ্গল। আগামীকাল ক্লাব গুলির বৈঠকে বসার পরিকল্পনা থাকলেও সেটা আপাতত স্থগিত। তবে এর আগে টুর্নামেন্টের অবনমন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নাকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্পষ্ট ধারণা চেয়েছে প্রথম সারির দলগুলি। পাশাপাশি টুর্নামেন্টের সম্প্রচার সহ অবনমন ও আয়ের বিষয়গুলি নিয়ে নাকি স্পষ্ট ধারণা পেতে চাইছে দলগুলি। যেদিকে নজর থাকবে প্রত্যেকের।
