ISL জিতে বেঙ্গালুরু আসছেন এই দাপুটে ফুটবলার

Mumbai City FC's Tiri

গতবারের পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অনবদ্য পারফরম্যান্স থেকেছে মুম্বাইসিটি এফসির।  বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে আর ঘুরে তাকাতে হয়নি শক্তিশালী এই ফুটবল দলকে। একের পর এক ম্যাচ জিতে অনায়াসেই টুর্নামেন্টের প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছিল পেট্রো ক্র্যাটকির ছেলেরা।

গতবারের মতো এবার ও শিল্ড জয়ের সুযোগ ছিল তাদের কাছে।  তবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে হাতছাড়া হয়ে যায় সেই খেতাব। গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুন ব্রিগেডকে পরাজিত করেছে রাহুল ভেকের ফুটবল ক্লাব।

   

আবারও মুম্বাইতে এসেছে আইএসএল। সেই নিয়ে আনন্দে মাতোয়ারা দলের সমর্থকরা। তবে সেখানেই শেষ নয়। নতুন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। এই মুম্বাইসিটি এফসি। আইএসএলের পাশাপাশি এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। দলের বেশ কিছু ফুটবলারদের বাদ দেওয়ার পাশাপাশি নয়া তারকাদের আনার ক্ষেত্রে ও চমক দিতে চলেছে এই ক্লাব। এবার সেই তালিকায় উঠে আসল তিরির নাম।

এবারের এই ফুটবল সিজনে মুম্বাই সিটি এফসির জার্সিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন এই তারকা। এমনকি দলের আইএসএল জেতার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই স্প্যানিশ সেন্টারব‌্যাকের। তবে এবার আগত ফুটবল মরশুমে মুম্বাইয়ের জার্সিতে আর খেলা হবে না তিরির। যতদূর খবর, নতুন মরশুমে পেট্রো ক্র্যাটকির দল ছেড়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতে যোগদান করতে চলেছেন তিনি। এই স্প্যানিশ ফুটবলারের উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হতে চলেছে জারাগোজার ফুটবল ক্লাব। তা নিঃসন্দেহে বলাই চলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন