অনবদ্য বিষ্ণু! জামশেদপুরকে হারিয়ে দশ নম্বরে মশালবাহিনী

ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে পিছিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছিল কলকাতা ময়দানের এই প্রধান।…

ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে পিছিয়ে থেকে জয় সুনিশ্চিত করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শনিবার সেই ধারা অব্যাহত রাখাই অন্যতম চ্যালেঞ্জ ছিল সৌভিক চক্রবর্তীদের কাছে। সেইমতো খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে নিজেদের একাদশ সাজিয়ে ছিলেন অস্কার ব্রুজন‌‌‌। সম্পূর্ণ সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। এদিন দলের হয়ে গোল করেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দশ নম্বরে উঠে আসলো ময়দানের এই প্রধান।

East Bengal,
ISL ,
East Bengal vs Jamshedpur,
Dimitrios Diamantakos ,
East Bengal performance,

   

দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। এদিন প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল উভয় দলের মধ্যে। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়তে শুরু করে মশাল ব্রিগেড। জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে রেই তাচিকাওয়ারা সুযোগ তৈরি করলেও কাজের কাজ কিছুই করতে পারেনি। বরং সময় যত এগিয়েছে ততই ভয়ানক হয়ে ওঠেন লাল-হলুদের তরুণ প্রতিভা পিভি বিষ্ণু।

East Bengal Eyes Victory Streak with Jamshedpur Clash: Spotlight on Starting XI

উইং থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে বারংবার গোলের সুযোগ তৈরি করতে থাকেন দক্ষিণের এই ফুটবলার। একবার গোলের উদ্দেশ্য দুরপাল্লার শট নিলেও সেটি লক্ষ্যে থাকেনি। তারপর ৬০ মিনিটের মাথায় পাস খেলতে খেলতে জামশেদপুরের গোল বক্সে ঢুকে পড়েন ইস্টবেঙ্গল ফুটবলাররা।‌ পরিস্থিতি সামাল দিতে গোলরক্ষক আলবিনো গোমস সক্রিয়তা দেখালেও কাজের কাজ হয়নি। সুযোগ বুঝে বল গোলে ঠেলে যান দিমিত্রিওস ডায়মান্তাকস। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

পরবর্তীতে অর্থাৎ ম্যাচের শেষের দিকে ঘনঘন আক্রমণ করতে থাকে জামশেদপুর। একবার গোলের সহজ সুযোগ আসলেও ফের আটকে যেতে হয় আনোয়ার আলিদের কাছে। এই অনবদ্য ডিফেন্সের দরুন তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল দলের।