ISL: ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের আবেগতাড়িত টুইট পোস্ট

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) জেতা ম্যাচ ড্র করেছে ATK মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে, ২-২ গোলের স্কোরলাইনে। আর এই স্কোরলাইন নিয়ে সবুজ মেরুন…

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) জেতা ম্যাচ ড্র করেছে ATK মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে, ২-২ গোলের স্কোরলাইনে। আর এই স্কোরলাইন নিয়ে সবুজ মেরুন ফুটবলারের সন্তুষ্ট নয় তা অধিনায়ক প্রীতম কোটালের আবেগতাড়িত টুইট পোস্টে প্রতিফলিত।

short-samachar

   

ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের আবেগতাড়িত ওই টুইট পোস্ট হল,”এটা অবশ্যই আমরা যে ফলাফল চেয়েছিলাম তা নয়, আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম। কিন্তু গতরাতে আমরা দেখিয়েছি আমরা শেষ বাঁশি না পর্যন্ত লড়াই বন্ধ করব না। এই দল কখনো হাল ছাড়বে না 💚❤️ @atkmohunbaganfc

 

#জয়মোহনবাগান

#pk20

#atkmohunbagan 

প্রসঙ্গত, কেরালা ব্লাস্টার্স এফসি দলের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে থেকে ১-১ গোলের সমতায় ফিরে আসা, এরপর ফের গোল খেয়ে পিছিয়ে পড়া মেরিনার্সদের।কিন্তু হাল না ছাড়ার মনোভাব অটুট ছিল সবুজ মেরুন ব্রিগেডের। ম্যাচের অতিরিক্ত সময়ে কিয়ান নাসিরি আর সন্দেশ ঝিঙ্গানের বল কেরালার জালে জড়ালে ATK মোহনবাগান জিতে যেত। শেষমেশ অবশ্য,খেলার অতিরিক্ত সময়ে জনি কাউকোর করা গোলে ২-২ স্কোরলাইন রেখে মাঠ ছাড়ে ATK মোহনবাগান। কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে এখন সবুজ মেরুন শিবির জুড়ে শুধুই আত্ম মন্থনের চর্চ্চা চলছে।