অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। প্রথমেই তাঁরা জয় করেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। প্রথমবার এই খেতাব ঘরে এসেছে জন আব্রাহামের ক্লাবের। যা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। তারপর সেই ধারা বজায় রেখেই আইএসএল (ISL) শুরু করেছে পেদ্রো বেনালির ছেলেরা। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। প্রথম ম্যাচেই জয় সূচক গোল করেছিলেন আলাউদ্দিন আজরায়ি। বলতে গেলে মরসুমের শুরু থেকেই তাঁর অনবদ্য পারফরম্যান্স মন জয় করে আসছে সকলের। আলাউদ্দিনের এই পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
মাঝে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ধাক্কা খেতে হলে ও পরবর্তীতে নিজেদের ছন্দে ফিরে আসে নর্থইস্ট ইউনাইটেড। টানা তিনটি ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও শনিবার জামশেদপুর এফসির বিপক্ষে সহজ জয় ছিনিয়ে পেদ্রো বেনালির ছেলেরা। এই পারফরম্যান্সের দরুন ৬ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে আইএসএলের এই ক্লাবকে। আগামী ৩রা নভেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হবে পার্থিব গোগোইদের দল। তাঁর আগে নিজেদের আরও প্রস্তুত করে নেওয়াই অন্যতম লক্ষ্য পাহাড়ের এই ফুটবল ক্লাবের।
বলতে গেলে এই সিজনে শুধুমাত্র ডুরান্ড কাপ জিতেই খুশি থাকতে নারাজ আইএসএলের এই ফুটবল ক্লাব। বেনালির পাশাপাশি আলাউদ্দিনের মতো ফুটবলারদের সামনে রেখেই আইএসএল জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। উল্লেখ্য, ডুরান্ড কাপ থেকে শুরু করে এই সিজনে দুরন্ত পারফরম্যান্স করে আসছেন আলাউদ্দিন আজিরায়ি। জামশেদপুর ম্যাচের পর বর্তমানে ৬ ম্যাচে ৭টি গোল করে ফেলেছেন এই মরোক্কান তারকা। সেই সুবাদে এবারের গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন এই বিদেশি ফরোয়ার্ড।
যেটা নিঃসন্দেহে বড়সড় পাওনা হতে পারে পেদ্রো বেনালির দলের কাছে। বর্তমানে আলাউদ্দিন শীর্ষস্থানে থাকলেও তাঁর পরেই রয়েছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স না করতে পারলেও এবার এফসি গোয়ার জার্সিতে দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি। বর্তমানে তাঁর গোলের সংখ্যা ছয়টি। তারপরেই এই তালিকায় রয়েছেন বোরহা হেরেরা, জেসুস জেমিনেজ এবং উইলমার জর্ডন গিল। এখনও পর্যন্ত এফসি গোয়ার হয়ে চারটি গোল করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বোরহা হেরেরা।
এছাড়াও রয়েছেন কেরালা ব্লাস্টার্সের জেসুস জেমিনেজ। তাঁর ও গোলের সংখ্যা চার। তারপর তিনটি গোল করে এই তালিকায় রয়েছেন চেন্নাইয়িন এফসির তারকা ফুটবলার উইলমার জর্ডন গিল। এখনও পর্যন্ত আইএসএলে ম্যাচ অনেকটা বাকি থাকলেও এক্ষেত্রে অন্যান্য হেভিওয়েট ফুটবলারদের পাশাপাশি সকলের নজর থাকবে আলাউদ্দিনের দিকে। এছাড়াও তুল্যমূল্য লড়াই করছেন দুই প্রধানের দুই প্রধান তারকা। যা নিঃসন্দেহে অবাক করছে সকলকে।