কবে থেকে শুরু হতে পারে আইএসএল?

isl-crisis-football-club-meeting-with-sports-ministry-december-3

ধীরে ধীরে এগিয়ে গিয়েছে অনেকটা সময়। তবে এখনও পর্যন্ত শুরু হয়নি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL 2026 schedule)। নিঃসন্দেহে যা চিন্তায় ফেলেছে দেশের সকল ফুটবল ক্লাব গুলিকে। এছাড়াও প্রভাব পড়েছে ফুটবলার সহ কোচিং স্টাফেদের উপর। পাশাপাশি হতাশা দেখা দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গত কয়েক মাস ধরে এই ইস্যুতে একাধিক বৈঠক আয়োজিত হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব গুলির মধ্যে। পরবর্তীতে সক্রিয়তা দেখাতে শুরু করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণক। আপাতত এই টুর্নামেন্ট যে আয়োজিত হবে সেটা একপ্রকার নিশ্চিত।

কিন্তু কবে থেকে কিংবা কোন ফরম্যাটের মধ্যে দিয়ে পরিচালিত হবে এই লিগ সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই সমস্ত কিছুর জট কাটাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণকের প্রতিনিধিরা। এছাড়াও ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত কর্তারা। জানা গিয়েছে, এই সর্বভারতীয় ফুটবল লিগ শুরু করার লক্ষ্য নিয়ে এবার ক্লাব জোটের কাছে রোডম্যাপ চেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। এছাড়াও আরও মনে করা হচ্ছে যে এক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা পিছোতে পারে কিছুটা।

   

যারফলে জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে পারে এই টুর্নামেন্ট। অপরদিকে, এবার বেশকিছুটা এগিয়ে আনা হয়েছিল সুপার কাপ। গত নভেম্বর থেকে শুরু হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। গ্ৰুপ পর্বের পর নক আউট শুরু করার আগে বেশ কিছুটা সময় পেয়েছিল ক্লাব গুলি। তারপর এই মাসে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকেই শেষ হয়েছে সুপার কাপ। যেখানে গতবারের মতো এবারও খেতাব এসেছে এফসি গোয়ার কাছে। তারপর থেকেই সাময়িক বিরতি চলছে অধিকাংশ ফুটবল দলের। মনে করা হচ্ছে আসন্ন ফুটবল লিগের দিনক্ষণ চূড়ান্ত হলেই ফের নিজেদের প্রস্তুতি শুরু করে দিতে পারে দল গুলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন