জট কাটিয়ে কবে থেকে শুরু হতে চলেছে ISL?

jamshedpur-fc-isl-participation-confirmed

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। অন্যান্য সিজন গুলিতে এই সময় শীতকালীন ট্রান্সফার উইন্ডোর পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের তুমুল ব্যস্ততা থাকলেও এবার সমস্ত কিছু বদলে গিয়েছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি আইএসএলের ক্লাব জোটের মধ্যে শেষ কয়েক মাস ধরে একের পর এক বৈঠক আয়োজিত হলেও কিছুতেই যেন মিল ছিল না সমাধান সূত্র। যারফলে আলোচনার মধ্য দিয়েই শেষ হয়েছে ২০২৫ সাল। তবে মনে করা হচ্ছিল খুব শীঘ্রই হয়তো খুলবে জট।

এসবের মাঝেই আজ বিকেলে টুর্নামেন্টের প্রতিটি ক্লাব সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পাশাপাশি এই বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উপস্থিতির কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যারফলে অনেকেই মনে করতে শুরু করেছিল যে এবার হয়তো মিটতে চলেছে সকল সমস্যা‌। শেষ পাওয়া তথ্য অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। হ্যাঁ, লেখাটা পড়ে অবাক লাগলেও এটাই সত্যি। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শুরু হতে চলেছে আইএসএল‌।

   

ঠিক এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ১৪ টিই ফুটবল ক্লাব। যেই খবর শোনার অপেক্ষায় এতদিন বসে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। যারফলে এবার হাতে মাত্র আর কিছু সপ্তাহ। সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝিতেই বাজতে চলেছে আইএসএলের দামামা‌।

এই সিদ্ধান্ত আসে All India Football Federation ও আইএসএল ক্লাবগুলোর দীর্ঘ বৈঠকের পর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী Mansukh Mandaviya–র ঘোষণায় নিশ্চিত হয়েছে যে ১৪টি ক্লাব নিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে Indian Super League

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন